বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

ভারতকে আরও চার ট্রাক ওষুধ উপহার দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ভারতে ভয়াবহ করোনা সংক্রমণ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় চালানে গতকাল করোনা চিকিৎসায় প্রয়োজনীয় এমন চার ট্রাক ওষুধ ভারত সরকারকে উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ। এর আগে গত ৬ মে ১০ হাজার পিস করোনা প্রতিষেধক ইনজেকশন ভারতকে উপহার দেয় বাংলাদেশ।

গতকাল কলকাতায় বাংলাদেশ মিশনের প্রধান তৌফিক হাসান পেট্রাপোলে ২ হাজার ৬৭২ বাক্স ওষুধ ও বিভিন্ন সামগ্রী ভারতের রেড ক্রস সোসাইটির কাছে হস্তান্তর করেন। জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এই মেডিক্যাল পণ্যসামগ্রী পাঠিয়েছে। এসেনসিয়াল ড্রাগসের তৈরি ওষুধ সামগ্রী গতকাল সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্তে পৌঁছে। এই সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন অ্যান্টি-বায়োটিক, প্যারাসিটামল, ইনজেকশন ও হ্যান্ড স্যানিটাইজার। ৪টি ট্রাকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের করোনা প্রতিরোধী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ প্রকারের ওষুধ রয়েছে। এর আগে ৬ মে বাংলাদেশ ১০ হাজার বোতল রেমডিসিভির ইনজেকশন ভারতের কাছে উপহার হিসেবে হস্তান্তর করে।

সর্বশেষ খবর