শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মেয়াদোত্তীর্ণ কালো আইন

নিজস্ব প্রতিবেদক

অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট মেয়াদোত্তীর্ণ কালো আইন

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট হচ্ছে একটি মেয়াদোত্তীর্ণ কালো আইন। ব্রিটিশ সরকার তাদের ক্ষমতা পোক্ত করতে নিবর্তনমূলক এই আইনটি করে। স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে এমন কালো আইন জনস্বার্থবিরোধী। তিনি আরও বলেন, বর্তমান তথ্য অধিকার আইনটিও উপনিবেশিক ধারাবাহিকতা বজায় রেখে প্রণয়ন করা হয়েছে। এতে সরকার ও জনগণ যেন রাজা-প্রজা, এ ধারণাটিকে লালন করা হচ্ছে। আমরা তথ্য অধিকার আইনকে যত দ্রুত সম্ভব সংশোধন করার দাবি জানাচ্ছি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলা বন্ধ এবং সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধনে তিনি বক্তৃতা করছিলেন। জি এম কাদের বলেন, তথ্য সংগ্রহ কখনো চুরি হতে পারে না। সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও মামলার প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাহিদুর রহমান টেপা, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজনীন সুলতানা, শেখ মাসুক রহমান, শরফুদ্দিন আহমেদ শিপু, এনাম জয়নাল আবেদীন, জহিরুল আলম রুবেল ও সুজন দে প্রমুখ।

সর্বশেষ খবর