শনিবার, ২২ মে, ২০২১ ০০:০০ টা

সিরিজকে চ্যালেঞ্জিং ভাবছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

সিরিজকে চ্যালেঞ্জিং ভাবছেন তামিম

ঘরের মাঠে আগামীকাল শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ার্ল্ড সিরিজ কাপ। মহাগুরুত্বপূর্ণ সিরিজটিতে নামতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। প্রস্তুতি নিয়ে ফেলেছেন তামিম ইকবাল ও তার বাহিনী। এখন শুধু ময়দানি লড়াইয়ে নামার অপেক্ষা। গতকাল মিডিয়ার সঙ্গে ভার্চুয়াল আলাপে স্পষ্ট করেই টাইগার অধিনায়ক জানিয়েছেন, সিরিজটি কঠিন হবে। শুধু তাই নয়, উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ওপর পুরোপুরি আস্থাশীল এবং দলের তিন তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও লিটন দাসের কাছে ধারাবাহিকতা চান। ২১৩ ওয়ানডে ক্যারিয়ারে ৭৪৫২ রান করা টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম বিরক্ত তার ব্যাটিং নিয়ে সমালোচনা করায়। এখন থেকে তার ব্যাটিং নিয়ে যেন আর কোনো প্রশ্ন না করে, ‘আমার ব্যাটিংয়ের ধরন নিয়ে আমি অনেকবার কথা বলেছি। আমি যেভাবে খেলে আসছি ৪-৫ বছর ধরে, সেভাবেই খেলব। কারণ, আমি এতেই সফল। আমি সবাইকে অনুরোধ করছি, ভবিষ্যতে এ বিষয়ে আর প্রশ্ন করবেন না।’ মুশফিকের উইকেটকিপিং নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু টাইগার ওয়ানডে অধিনায়ক আত্মবিশ্বাসী মুশফিকের কিপিংয়ে, ‘টিম ম্যানেজমেন্ট, কোচ, অধিনায়ক, কারও এক মিনিটের জন্য সংশয় নেই যে সে প্রথম ওয়ানডেতে কিপিং করবে। সে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করবে। শুধু প্রথমটা নয়, পুরো সিরিজেই করবে। আমি নিশ্চিত, সে ভালো করবে।’ মুশফিকের ওপর যতটা আস্থাশীল, ঠিকই একইভাবে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজের ধারাবাহিকতাও চাইছেন সিরিজে, ‘মুস্তাফিজ সব সময়ই আমাদের জন্য বিরাট অস্ত্র। আইপিএলে যে ধরনের বোলিং করে, সেটা দারুণ। আমরা সবাই চাই সে এভাবেই বোলিং করুক। কোনো সন্দেহ নেই সে বোলিংটা ভালো করেছে। এভাবে যদি হয়, তাহলে বাংলাদেশ দলই সবচেয়ে বেশি লাভবান হবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন টাইগার অধিনায়ক। কিন্তু সিরিজ চ্যালেঞ্জিং হবে এটা ভালো করেই মানছেন, ‘ঘরের মাটিতে আমরা ভালো খেলি। তাই বলে ওদের হালকাভাবে দেখা ঠিক হবে না। সিরিজটি চ্যালেঞ্জিং হবে।’ সাফল্য পেতে দুই তরুণ লিটন ও সৌম্যকে ধারাবাহিক পারফরমার হতে অনুরোধ করেন তামিম- ‘লিটন, সৌম্যর ব্যাপারে আমার আশা, তারা এ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আমার ধারণা, এ দুজনের অনেক বেশি সম্ভাবনা আছে, তাদের এখন ডেলিভার শুরু করতে হবে।’

 

সর্বশেষ খবর