মঙ্গলবার, ২৫ মে, ২০২১ ০০:০০ টা

দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে

নিজস্ব প্রতিবেদক

দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে

পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, রাষ্ট্র কর্তৃক সরকারি কর্মকর্তাদের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কর্তব্য পালনে অবহেলা মেনে নেওয়া হবে না। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে (এলজিইডি) নতুন নিয়োগপ্রাপ্ত ২৬০ সহকারী প্রকৌশলীর যোগদানের পর অরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়নকাজ চলমান। আমরা যদি আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব। পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলে অসংখ্য শিল্পকারখানা গড়ে উঠবে, এতে দেশের জিডিপি ১ শতাংশ বৃদ্ধি পাবে। তিনি বলেন, দেশে ১০০ ইকোনমিক জোন করা হয়েছে। এসবের কারণে দেশে অর্থনৈতিক কর্মকান্ড অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। লক্ষ্যে পৌঁছানো সময়ের অপেক্ষা মাত্র। মন্ত্রী বলেন, ভালো কাজ করে পদোন্নতি পাওয়ার অধিকারী হতে হবে। দেশকে কাক্সিক্ষত উন্নয়নের শিখরে নিতে হলে কর্মক্ষেত্রে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে।

সর্বশেষ খবর