বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

এখনো ফুসফুসে সংক্রমণ রয়েছে খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ এখনো কিছুটা রয়ে গেছে। এটা সেরে উঠতে আরও কিছুদিন লাগবে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একাধিক সদস্য। দ্বিতীয় দফা সিটিস্ক্যান রিপোর্ট পর্যালোচনা করে তারা এ তথ্য জানিয়েছেন।

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানান, দ্বিতীয় দফা সিটিস্ক্যানের রিপোর্টে দেখা গেছে, ফুসফুসে সংক্রমণ কিছুটা রয়ে গেছে।  সেখান থেকে কিছু পরিমাণ পানিও বের করা হয়েছে। চিকিৎসকরা বলেন, করোনা-পরবর্তী জটিলতায় তাঁর হার্ট ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত। বিএনপি চেয়ারপারসনের করোনা-পরবর্তী জটিলতা কাটাতে দীর্ঘ সময় লাগতে পারে। এ প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনা পরবর্তীতে ম্যাডামের (খালেদা জিয়া) হার্ট ও কিডনি কিছুটা ক্ষতিগ্রস্ত। তাঁর সেরে উঠতে আরও কিছু সময় লাগবে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ম্যাডামের অক্সিজেন স্যাচুরেশন এখন বেশ ভালো। জ্বর বা শ্বাসকষ্ট নেই। কিন্তু করোনা পরবর্তী নানা জটিলতায় চিকিৎসকরা কিছুটা উদ্বিগ্ন। চিকিৎসকরা চেষ্টা করছেন, এটাকে তারা কীভাবে নিরাময় করতে পারেন। আমরা আশাবাদী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

সর্বশেষ খবর