শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা

কিছু আলেম নামধারী আখের গোছাতে লিপ্ত

নিজস্ব প্রতিবেদক

কিছু আলেম নামধারী আখের গোছাতে লিপ্ত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহারকারীরা প্রকৃত আলেমদের শত্রু। গতকাল দুপুরে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ‘ধর্মের নামে অরাজকতা, তথাকথিত ধর্মীয় নেতাদের ধর্মহীনতা এবং শান্তির ধর্ম ইসলাম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি এ আলোচনা সভার আয়োজন করে। 

তথ্যমন্ত্রী বলেন, কিছু আলেম নামধারী ব্যক্তি মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে নিজেদের আখের গোছাতে লিপ্ত। বাবুনগরী-মামুনুল হকের অবৈধ সম্পদের ফিরিস্তি বেরিয়ে এসেছে। কোন দেশে দোকান আছে, কটা লরি আছে- এগুলো বেরিয়ে এসেছে। ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইনের সভাপতিত্বে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নিং বোর্ডের সদস্য ড. মুফতি মাওলানা কাফিল উদ্দিন সরকার সালেহী, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ, শাইখুল হাদিস মাওলানা মুফতি শাহাদাত হোসাইন, শাইখুল হাদিস মাওলানা ওয়াহিদুজ্জামান, মধুপুর পীর সাহেব মাওলানা আবু হানিফ, মাওলানা নুরুল ইসলাম, হাফেজ কারী সানাউল্লাহ, মুফতি মহিবুল্লাহ, মাওলানা গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর