শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া যাবে অনলাইনের পাশাপাশি সরাসরিও

নিজস্ব প্রতিবেদক

করোনাকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষার ব্যাপারে জানিয়েছিলেন উপাচার্যরা। এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে জানিয়েছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা নেওয়া যাবে অনলাইনের পাশাপাশি সরাসরিও। ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এ চিঠি সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।

ইউজিসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, পরীক্ষা গ্রহণের পদ্ধতির ব্যাপারে নিজ নিজ বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে অনুমোদন করে নেবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করেছে ইউজিসি। এদিকে বৃহস্পতিবার ইউজিসির এক ভার্চুয়াল সভায় জানানো হয়, উচ্চশিক্ষায় ‘ব্লেন্ডেড লার্নিং নীতিমালা’ প্রণয়ন করা হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশ যেন পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে এ উদ্যোগ। সরাসরি এবং অনলাইন এডুকেশন সমন্বিত করে এটি তৈরি করা হবে।

সর্বশেষ খবর