শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা
এমএলএম প্রতারণায় আটক

অভিযোগের পাহাড় শফিকের বিরুদ্ধে

সাঈদুর রহমান রিমন

শতাধিক মামলা, প্রায় অর্ধশত ওয়ারেন্ট ও আদালতের তিনটি সাজার দন্ড নিয়ে গ্রেফতার এমএলএম গডফাদার এম এন এইচ শফিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। ভুক্তভোগীরা জানিয়েছেন, লাখ লাখ মানুষের থেকে প্রায় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে আইসিএসএল এমডি শফিক দেশ-বিদেশে সম্পদ গড়েছেন। মালয়েশিয়ার পেনাং শহরে তার রাজকীয় বাড়ি রয়েছে, সেখানকার সেকেন্ড হোম নিয়েছেন তিনি। নেপালে গড়েছেন বিশাল আকারের কমলার বাগানও।

লাখো মানুষকে পথের ভিখারি বানানোর খলনায়ক আইসিএসএল এমডি শফিকুর রহমান ৫ লক্ষাধিক মানুষের আমানত প্রায় হাজার কোটি

 টাকা হাতিয়ে নেন বলে অফিযোগে প্রকাশ। তার প্রতারণার শিকার লাখো মানুষের অসহায় আহাজারিতে জেলা-উপজেলা থেকে প্রত্যন্ত এলাকার বাতাসও ভারী হয়ে উঠেছে। সর্বস্বহারা মানুষের বুক চাপড়ানো আর্তনাদ শুনলে যে কারোর চোখ ভিজে উঠছে। কারও পেনশনের টাকা, কারও ব্যাংকে জমানো শেষ সম্বল, কেউবা নিজের শেষ সম্বল জমিটুকু বিক্রি করে সমুদয় টাকা তুলে দিয়েছিলেন আইডিয়েল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএসএল) কোষাগারে। শফিকুর রহমান সে টাকা জমা নিয়েই জানিয়েছিলেন আইসিএসএলের আমানত ও ডিপোজিট স্কিম প্রকল্পে বিনিয়োগ হিসেবে গৃহীত টাকার লভ্যাংশ পাবেন ঘরে বসেই। লোভনীয় লাভের প্রস্তাবে সবাই স্বপ্ন দেখছিলেন। কিন্তু লাভ দূরের কথা, বিনিয়োগের টাকাগুলোই যে শফিক গিলে খাবেন তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে যারা টাকা জমা দিয়েছেন তার বেশির ভাগই মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের। টাকা পাওয়ারও কোনো আশা নেই। প্রধান কার্যালয়সহ ৩৬টি শাখায় তালা লাগিয়ে লাপাত্তা এর কর্মকর্তারা। সর্বস্ব হারিয়ে দিশাহারা বিনিয়োগকারীরা। অনুসন্ধানে জানা গেছে, আইসিএসএল গ্রুপের নামসর্বস্ব ১৩টি প্রতিষ্ঠান ফেলে রেখেই উধাও হয়ে যান গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মূল উদ্যোক্তা শফিকুর রহমানসহ পরিচালকরা। গ্রাহকরা জানান, আইসিএসএল ২০০১ সাল থেকে দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের থেকে হজ আমানত, ডিপিএস, মাসিক মুনাফা, দ্বিগুণ বৃদ্ধি আমানত, শিক্ষা আমানত, আবাসন আমানত, ব্যবসায়িক আমানত, দেনমোহর আমানত, কোটিপতি ডিপোজিট স্কিম, লাখপতি ডিপোজিট স্কিম প্রকল্পের নামে অর্থ সংগ্রহ করে। পরে গ্রাহক দেখেন সবই প্রতারণা। এদিকে দেশে এমএলএমের নামে পরিচালিত প্রতারণা বাণিজ্যের গডফাদার খ্যাত আইসিএসএলের ব্যবস্থাপনা পরিচালক এইচ এন এম শফিকুর রহমান ও তার স্ত্রী শামসুন্নাহারকে আটক করেছে র?্যাব-৪। রাজধানীর বাংলামোটরের একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে আদালতে পাঠালে আদালত তাকে জেলে পাঠায়।

সর্বশেষ খবর