শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

হঠাৎ জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

মির্জা ফখরুলের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ জ্বরে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গতকাল বিকালে তাঁর মেডিকেল বোর্ড পর্যালোচনা বৈঠক করেছে। তাঁকে জ্বরের প্রাথমিক ওষুধপত্র দেওয়া হয়েছে। এ ছাড়াও করোনা-পরবর্তী নানা জটিলতা নিয়েও পর্যবেক্ষণ করেছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। টিমের একজন সদস্য বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান। এর আগে গুলশান কার্যালয়ে সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপারসনের এই নতুন উপসর্গ কেন দেখা দিল, তা নিয়ে পর্যালোচনা বৈঠক করছে হাসপাতালের মেডিকেল বোর্ড। ম্যাডাম এখন মোটামুটি ভালো। প্যারামিটারগুলো ভালো। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে তাঁর জ্বর দেখা দিয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। হঠাৎ এই জ্বর এসেছে। গত ১৪ এপ্রিল গুলশানের বাসা ফিরোজায় করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এরপর ২৭ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। ছয় দিন পরে শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেদিন থেকেই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। গত ৯ মে খালেদা জিয়ার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে। তবে আরও কিছু শারীরিক জটিলতা থাকায় হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে। দুর্নীতির দুই মামলায় দন্ড নিয়ে তিন বছর আগে কারাগারে যেতে হয়েছিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর পরিবারের আবেদনে সরকার গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ শর্তসাপেক্ষে তাঁকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে তাঁর ভাড়া বাসায় ছিলেন। তাঁর সঙ্গে বাইরের কারও যোগাযোগ সীমিত ছিল।

সর্বশেষ খবর