মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

মালয়েশিয়ার কথা বলে মিরসরাইয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা তিন শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে মিরসরাইর জোরারগঞ্জ থানা পুলিশ। এ সময় রোহিঙ্গাদের পালাতে সাহায্যকারী দালাল চক্রের তিন সদস্যকেও আটক করা হয়। কর্মকর্তারা জানান, তাদের মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে সমুদ্রে ঘুরিয়ে মিরসরাইয়ে নামানো হয়।

রবিবার মধ্যরাতে তাদেরকে উপজেলার ইছাখালী এলাকা থেকে আটক করা হয় বলে জানিয়েছেন জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন। আটক রোহিঙ্গারা হলেন- নূরজাহান বেগম (২০), রেহানা আক্তার (১৯), আছিয়া বেগম (১৮), নূর খাইয়াছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিসান (১০), জান্নাতুল নাঈমা (৮) ও জেসমিন আক্তার (১২)। আটক দালাল চক্রের সদস্যরা হলেন- নোয়াখালীর সুবর্ণচরের বেলাল  হোসেন (২৮), একই এলাকার মো. জুয়েল (২০) ও সন্দ্বীপের দিদারুল আলম (২১)।

এর আগে রবিবার সকালেও সন্দ্বীপের পশ্চিম মাইটভাঙ্গা চৌধুরী বাজার এলাকা থেকে ১৪ জন এবং গত ১৮ মে সন্দ্বীপের রহমতপুর থেকে ১১ জন  রোহিঙ্গাকে আটক করে সন্দ্বীপ থানা পুলিশ। তারাও ভাসানচর থেকে পালিয়ে সন্দ্বীপ হয়ে কক্সবাজার ক্যাম্পে যাওয়ার চেষ্টা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর