শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা

ধনীদের কর বেশি

নিজস্ব প্রতিবেদক

রাজস্ব আদায় বাড়াতে করোনাকালে সাধারণ জনগণের ওপর করের বোঝা না চাপিয়ে বিত্তবানদের কাছ থেকে বেশি কর আহরণে জোর দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ জন্য ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সম্পদশালীদের ওপর সারচার্জ বাড়ানো হয়েছে। এ ছাড়া মধ্যবিত্তের ওপর করের চাপ কমাতে আয় না থাকলেও সম্পদের ওপর সারচার্জ পরিশোধের বিধান ও ন্যূনতম সারচার্জ বিলোপের প্রস্তাব করেছেন তিনি।

বর্তমানে সর্বনিম্ন নিট সম্পদ মূল্য ৩ কোটি টাকা পর্যন্ত সারচার্জমুক্ত এবং ন্যূনতম সারচার্জ বছরে ৩ হাজার টাকা। নতুন বাজেটে সারচার্জমুক্ত নিট সম্পদমূল্য ৩ কোটি টাকাই বহাল রেখে ন্যূনতম সারচার্জ বাতিল করা হয়েছে। সেই সঙ্গে সারচার্জ আদায় প্রক্রিয়া সহজ করতে বিদ্যমান সাতটি স্তরের পরিবর্তে পাঁচটি করার প্রস্তাব করেছেন। নতুন নিয়ম অনুযায়ী, ৩ কোটি টাকা পর্যন্ত সম্পদের সারচার্জ দিতে হবে না। ৩ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ১০ শতাংশ হারে, ১০ কোটি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত ২০ শতাংশ হারে, ২০ কোটি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত ৩০ শতাংশ হারে, ৫০ কোটি টাকার বেশি সম্পদশালীদের ৩৫ শতাংশ হারে সারচার্জ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতাকে তার ব্যবসা থেকে অর্জিত আয়ের ২ দশমিক ৫০ শতাংশ হারে সারচার্জ দিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর