শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা

বিরোধী ও অন্য দলগুলোর নেতারা যা বললেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে গতকাল ঘোষিত আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তারা প্রস্তাবিত বাজেটকে ছকে বাঁধা গতানুগতিক আখ্যায়িত করে বলেছেন, কল্পনাপ্রসূত, মনগড়া বাজেট বাস্তবসম্মত নয়। এই বাজেট প্রস্তাব বিপজ্জনক আয় বৈষম্যের সহায়ক।

জাতীয় পার্টি : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, প্রস্তাবিত বাজেট কল্পনাপ্রসূত, মনগড়া এবং অবাস্তব। আন্দাজে করা এ বাজেট বাস্তবায়নযোগ্য নয়। বাজেটের বিশাল ঘাটতি পূরণে যে ব্যবস্থার কথা বলা হয়েছে তা বাস্তবসম্মত নয়। এ বাজেট ব্যাপকভাবে সংশোধন বা রদবদল করতে হবে। গতকাল বাজেট অধিবেশন থেকে বের হয়ে সংসদ ভবনের টানেলে গণমাধ্যম কর্মীদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। জি এম কাদের বলেন, এ বাজেট এতটাই পরিবর্তন করতে হবে যে, তাতে প্রণীত বাজেটের প্রকৃত রূপ থাকবে না। ঘাটতির এই বাজেটে অনেক কিছুতেই ফাঁক আছে।  জাসদ : জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, প্রস্তাবিত বাজেট ছকে বাঁধা গতানুগতিক। এই বাজেট প্রস্তাবনা দিয়ে করোনার অভিঘাতে জীবন ও জীবিকার সংকট মোকাবিলা করা এবং স্বাস্থ্য খাতের ভঙ্গুরদশা অতিক্রম করা কঠিন হবে। গতকাল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা একথা বলেন। বাসদ : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এক প্রতিক্রিয়ায় জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে ঘোষিত বাজেটকে সাধারণ মানুষের জীবনের ও জীবিকার প্রয়োজনের সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে অভিহিত করেছেন। নাগরিক ঐক্য : নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, করোনা মোকাবিলায় যে ধরনের বাজেট প্রত্যাশা করেছিলাম, তার কোনো ছায়া খুঁজে পাইনি এই বাজেটে। বরাবরের মতোই উন্নয়ন বাজেটে অতিরিক্ত বরাদ্দ রেখে সামাজিক সুরক্ষার ব্যাপারে সরকারের অনীহা প্রকাশ পেয়েছে। করোনা মোকাবিলায় কার্যকর নির্দেশনা নেই। গতকাল এক বিবৃতিতে ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না এ মন্তব্য করেন। জেএসডি : জেএসডি সভাপতি আ স ম আবদুর রব প্রস্তাবিত বাজেটকে বিপজ্জনক আয়বৈষম্যের সহায়ক বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, বাজেটের আকার বাড়লেও বর্তমান দুঃসময়ের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে না। গতকাল এক বিবৃতিতে আ স ম রব আরও বলেন, এ বাজেট বৈষম্য বৃদ্ধিতে সহায়ক হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গতানুগতিক বাজেট দিয়ে করোনার বহুমাত্রিক অভিঘাত মোকাবিলা করা যাবে না। বিপুল অঙ্কের ঘাটতি বাজেট দিয়ে করোনা দুর্যোগজনিত পরিস্থিতি সামাল দেওয়া যাবে না। গতকাল এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। বাম গণতান্ত্রিক জোট : বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে বলেন, বাজেটে করোনা আঘাত মোকাবিলায় সুস্পষ্ট কোনো দিক-নির্দেশনা বা বরাদ্দ নেই। ঘোষিত বাজেটে ধনীদের করপোরেট কর কমানো, কালো টাকা ও অপ্রদর্শিত টাকাকে সাদা করার সুযোগ দেওয়াসহ আমলা ধনীকে খুশি করার দিকেই সরকার মনোযোগ বেশি দিয়েছে। গণসংহতি আন্দোলন : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, বাজেটে করোনা বিপর্যয় থেকে নাগরিকদের রক্ষা কিংবা অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে নির্দেশনা নেই। কর প্রস্থাবে কোনো নতুনত্ব নেই। এলডিপি : লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রস্তাবিত বাজেটকে জনবিরোধী আখ্যায়িত করে বলেন, এই বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করবে না। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা এ কথা বলেন।

সর্বশেষ খবর