শুক্রবার, ৪ জুন, ২০২১ ০০:০০ টা

আগের মতোই ৩ লাখ করমুক্ত আয়সীমা

নিজস্ব প্রতিবেদক

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত আয়করের হার অপরিবর্তিত রাখা হয়েছে। আগের অর্থবছরের করমুক্ত আয়সীমা বহাল রেখেই এবারও করা হয়েছে ৩ লাখ টাকা। তবে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য করমুক্ত আয়সীমা করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। করমুক্ত আয়ের অন্যান্য সীমাও অপরিবর্তিত রাখা হয়েছে।

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট অনুযায়ী, যাদের আয় ৩ লাখ টাকার চেয়ে বেশি তাদের পরবর্তী ১ লাখ টাকার জন্য ৫ শতাংশ, পরবর্তী ৩ লাখ টাকার জন্য ১০ শতাংশ, পরবর্তী ৪ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০ শতাংশ এবং এর বেশি পরিমাণ আয়ের জন্য ২৫ শতাংশ হারে আয়কর দিতে হবে। এ ছাড়া ব্যক্তি শ্রেণির করদাতাদের ব্যবসায়ী টার্ন ওভারের কর হার হ্রাস করে দশমিক ৫ থেকে দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।

সর্বশেষ খবর