শনিবার, ৫ জুন, ২০২১ ০০:০০ টা

বিদেশে বাংলাদেশের চায়ের বিপুল চাহিদা

নিজস্ব প্রতিবেদক

বিদেশে বাংলাদেশের চায়ের বিপুল চাহিদা

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিদেশে বাংলাদেশের চায়ের বিপুল চাহিদা রয়েছে। চায়ের উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগের ফলে দেশের মানুষের ক্রয় ক্ষমতা আগের  যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। এখন গ্রামের মানুষও নিয়মিত চা পান করেন।         

চায়ের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। প্রথম জাতীয় চা দিবস-২০২১- এর উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ চা বোর্ড এর উদ্যোগে ঢাকায় ওসমানী মিলনায়তনে চা দিবসের অনুষ্ঠান হয়। আলোচনা সভার আগে অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে প্রথম জাতীয় চা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী ও বিশেষ অতিথি প্রবাসী কল্যাণ ও  বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী চা প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় ‘বঙ্গবন্ধু ও চা শিল্প’ শীর্ষক লেজার শো প্রোদর্শন করা হয়। বাণিজ্যমন্ত্রী চায়ের উন্নতজাতের  ক্লোন বিটি-২২ ও বিটি-২৩ আনুষ্ঠানিক ভাবে অবমুক্ত করেন। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, সদ্য পিআরএল-এ যাওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের  সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন, টি বোর্ডের চেয়ারম্যান মেজর  জেনারেল মো. জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি,  এফবিসিসিআইর প্রেসিডেন্ট  মো. জসিম উদ্দিন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর