মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

রাষ্ট্রের জন্য বড় হুমকি

মে. জে. মোহাম্মাদ আলী শিকদার (অব.)

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রের জন্য বড় হুমকি

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল এ কে মোহাম্মাদ আলী শিকদার (অব.) বলেছেন, ইউটিউব-ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনা এবং দেশবিরোধী প্রচারণা সাইবার জগতের অপরাধ। অবশ্যই এটা রাষ্ট্রের জন্য একটা বড় ধরনের হুমকি। এ হুমকি থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে হবে। এজন্য সাইবার স্পেস মনিটরিং করার যে ক্ষমতা আমাদের আছে তা আরও বহুগুণে বৃদ্ধি করার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, সাইবার জগতের বিস্তার দ্রুতগতিতে বাড়ছে। দিন যত যাচ্ছে কোটি কোটি মানুষ এর সঙ্গে সংযুক্ত হচ্ছে। এর মাধ্যমে যাতে কেউ রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সেজন্য কঠোরভাবে সাইবার মনিটরিং করতে হবে। মেজর জেনারেল এ কে মোহাম্মাদ আলী শিকদার বলেন, বাংলাদেশে মোবাইল প্রযুক্তির ব্যাপক বিস্তার ঘটেছে। ইন্টারনেট সুবিধা ইজি হয়েছে। এর বহু ভালো দিক রয়েছে। সেই সঙ্গে কিছু খারাপ দিকও আছে। তাই যখন কোনো ভালো কাজ করবেন তার সঙ্গে যে খারাপটা আসছে তা যেন বড় ধরনের সংকট সৃষ্টি করতে না পারে। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। তিনি উল্লেখ করেন, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে না। সুতরাং এটা (সাইবার অপরাধ) এখন রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। জননিরাপত্তার জন্য হুমকি। তিনি বলেন, টিকটকের মাধ্যমে তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে। তরুণদের জীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে। সাইবার অপরাধ যাতে মনিটরিং করা যায় তার যথেষ্ট ব্যবস্থা নেওয়া জরুরি। যেহেতু আমরা ডিজিটাল নির্ভরশীল হয়ে যাচ্ছি এ ক্ষেত্রে সাইবার অপরাধ মনিটরিংয়ের বিকল্প নেই। তিনি বলেন, আমাদের রাষ্ট্রব্যবস্থা ডিজিটাল হয়ে যাচ্ছে। সুতরাং এ সাইবার স্পেসের হুমকি আগামীতে আরও ভয়াবহভাবে বৃদ্ধি পাবে। যারা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যারা বাংলাদেশের শত্রু তারা দেশের ভিতর থেকে বা বাইরে থেকে আমাদের রাষ্ট্রের ডিজিটাল মেকানিজমের ওপর আক্রমণ চালাতে পারে। তিনি বলেন, আমাদের সাইবার সিকিউরিটি বিস্তার, এর ক্ষমতা বহুগুণে বৃদ্ধি করতে হবে। ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম কঠোরভাবে মনিটরিং করতে হবে। কেননা এগুলো বন্ধ করে দিয়েও যে দূরে থাকা যাবে, তা নয়। এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, কেউ যদি আমাদের বিভিন্ন সিস্টেমের ওপর সাইবার অ্যাটাক করে তাহলে মহাবিপদ হবে। এজন্য শুধু আজকে নয়, আগামী ২০ থেকে ৩০ বছর সাইবার জগতের কী ধরনের বিস্তার ঘটবে, আমরা কোন কোন জায়গায় নির্ভরশীল হয়ে পড়ছি, দেশের ভিতরের ও বাইরের শত্রু সেখানে কী ধরনের আঘাত হানতে পারে, তা কীভাবে প্রতিহত করা যায়, এর জন্য যে ডিফেন্স ব্যবস্থা প্রয়োজন তার অ্যারেঞ্জমেন্ট জরুরি ভিত্তিতে করতে হবে, যাতে যে কোনো ধরনের সাইবার অ্যাটাক থেকে রক্ষা পেতে পারি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর