মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ০০:০০ টা

আইসিটি আইনে কঠোর ব্যবস্থা নিতে হবে

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক

গোলাম রাব্বানী

আইসিটি আইনে কঠোর ব্যবস্থা নিতে হবে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, যারা ফেসবুক, ইউটিউবে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের পক্ষের দলের বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটনা করছে, তাদের বিরুদ্ধে আইসিটি আইনে ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে ফেসবুক, ইউটিউবের যেসব কনটেন্ট সামাজিক অস্থিরতা তৈরি করছে, দ্রুত সেগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে    তিনি এসব কথা বলেন। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ‘আমি ইউটিউবে দেখেছি, অনেকেই দেশবিরোধী কথা বলে প্রতিনিয়ত আইন ভঙ্গ করছে। আমাদের আইসিটি অ্যাক্ট প্রতিনিয়ত ভঙ্গ করার কারণে তাদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়া উচিত। তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। এসব অপপ্রচার সরল ও নিরীহ জনগণকে প্রভাবিত করছে। সরল মানুষ না বুঝে তাদের বিশ্বাস করছে।’ তিনি বলেন, সরকার এ ক্ষেত্রে ফেসবুক, ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করতে পারে। শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, প্রথম পদক্ষেপ হলো বিভ্রান্তিমূলক প্রচারণাগুলো বন্ধ করে দেওয়া উচিত। আইন দিয়েই এসব বন্ধ করা সম্ভব। কারা এসব বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের খুব সহজেই বাছাই করা যায়। এ ক্ষেত্রে অপপ্রচারকারীদের বিভ্রান্তিমূলক কনটেন্ট বন্ধ করা উচিত। বিটিআরসির এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তিনি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সময় ধরে তারা দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের পক্ষের দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই অপপ্রচার সরল-সহজ মানুষকে প্রভাবিত করছে। তাই এসব কনটেন্ট বাছাই করে করে দ্রুত বন্ধ করে দেওয়া উচিত। আবার যারা ইউটিউবে ভালো কাজ করছে, তাদের উৎসাহ দিতে হবে। আর যারা অপপ্রচার চলাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। আসলে তাদের বিরুদ্ধে আইসিটি আইনে ফৌজদারি মামলা করতে হবে।’  তিনি বলেন, অনেক অপারেট করে বিদেশ থেকে। তাদের খুঁজে পাওয়া মুশকিল পদক্ষেপ নেওয়ার জন্য। তবে তাদের কনটেন্ট বন্ধ করে দেওয়া উচিত। কিছু ইউটিউব, যারা সরকারের ভালো দিক প্রচার করছে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলছে, তাদের উৎসাহিত করতে হবে, যাতে যারা অপপ্রচার চলাচ্ছে তাদের শক্তি দুর্বল করে দিতে পারে। তিনি বলেন, ‘যারা ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে, ধর্র্মীয় ঘৃণা প্রচার করছে, যা আমাদের আইসিটি আইনে অপরাধ, কিন্তু তাদের বিরুদ্ধে সরকার পদক্ষেপ নিচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি, পদক্ষেপ নিলে এমনিতে এসব ইউটিউব বন্ধ হয়ে যেত। তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ নিতে হবে। এগুলো বন্ধ করতে হবে। আবার যারা ধর্মের সঠিক কথা বলে, সম্প্রীতির কথা বলে, মঙ্গলের কথা বলে, এ ধরনের আলেম আমাদের দেশে আছেন। তাদের উৎসাহিত করতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর