বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা
নথি জালিয়াতি প্রশ্নে হাই কোর্ট

প্রধানমন্ত্রীর কার্যালয়কে কেন বিতর্কিত করেন?

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে হাই কোর্ট। আসামির আইনজীবীকে প্রশ্ন করে আদালত বলে, প্রধানমন্ত্রীর অফিসকে কেন বিতর্কিত করেন? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ অফিসকে কেন প্রশ্নের সম্মুখীন করেন? এ ধরনের অপরাধ নমনীয় দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। নথি জালিয়াতির মামলায় ওই কার্যালয়ের বরখাস্তকৃত কর্মচারী ফাতেমা খাতুনের জামিন আবেদনের শুনানিতে গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এমন মন্তব্য করে। আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। তিনি আসামির জামিন মঞ্জুরের আবেদন করলে হাই কোর্ট জামিন না দিয়ে রুল জারি করে। মামলা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জালিয়াতির মাধ্যমে তার (প্রধানমন্ত্রীর) সিদ্ধান্ত বদলে দেওয়ার অভিযোগে মামলা হয়। ওই মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম মমিন, কর্মচারী ফাতেমা খাতুনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযোগপত্রে অপর আসামিরা হলেন- নাজিম উদ্দীন, রুবেল, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমোডর এম আবদুস সালাম আজাদ।

সর্বশেষ খবর