বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

সরকার দুর্নীতির তথ্য প্রকাশ নিয়ন্ত্রণে বেশি তৎপর

-------- ইফতেখারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

সরকার দুর্নীতির তথ্য প্রকাশ নিয়ন্ত্রণে বেশি তৎপর

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, সরকার দুর্নীতির তথ্য যেন প্রকাশ না পায় সেজন্য বেশি তৎপর। দুর্নীতি অনিয়ম ঠেকানো বা প্রতিরোধ করতে সরকারকে তত বেশি তৎপর দেখা যায় না। তিনি বলেন, দুর্নীতির যে কোনো তথ্য গণমাধ্যমে প্রকাশের ক্ষেত্রে সরকার বাধা সৃষ্টির চেষ্টা করছে। করোনা সংক্রমণের মধ্যে নির্বাচন কমিশন জনস্বার্থ বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘করোনাভাইরাস সংকট মোকাবিলা : কভিড-১৯ টিকা ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গবেষণা প্রতিবেদনে করোনা সংকট মোকাবিলা ও সুশাসনের চ্যালেঞ্জ থেকে উত্তরণের লক্ষ্যে ১৯ দফা সুপারিশ করা হয়। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন রিসার্চ ফেলো জুলকার নাইন। কমিউনিকেশন পরিচালক মনজুর-ই-আলম এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও অংশ নেন উপদেষ্টা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা পরিচালক রফিকুল হাসান ও সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম প্রমুখ। ড. ইফতেখারুজ্জামান বলেন, করোনা সংক্রমণের শুরু থেকে স্বাস্থ্য খাতে যে ধরনের অনিয়ম-দুর্নীতি ছিল, তা এখনো অব্যাহত আছে। সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করা হয়েছে। জনবল নিয়োগে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য প্রকাশিত হয়েছে। অন্যদিকে তথ্য প্রকাশের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা অব্যাহত ছিল। তথ্য নিয়ন্ত্রণের প্রবণতা আরও ঘনীভূত হয়েছে। সরকার দুর্নীতি নিয়ন্ত্রণে যতখানি তৎপর তার চেয়ে দুর্নীতির তথ্য প্রকাশ নিয়ন্ত্রণে শতগুণে বেশি তৎপর ছিল। করোনাকালে স্বাস্থ্য বিভাগের দুর্নীতি গণমাধ্যমে বেশি করে প্রকাশ পাওয়া শুরু হয়। এ সময় গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারকে সচেষ্ট হতে দেখা গেছে। গণমাধ্যমকর্মীও নিগ্র্রহের শিকার হয়েছেন। তিনি বলেন, এ ধরনের আচরণ থেকে সরকারকে সরে আসতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, পরিকল্পনা, ব্যবস্থাপনা এবং বাস্তবায়নে সরকারের সমন্বিত ও সুনির্দিষ্ট পথরেখার অভাবে টিকাদান কার্যক্রমেও ব্যাপক ঘাটতি বিদ্যমান। ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে অনেকেই টিকার আওতার বাইরে রয়ে গেছে। তাই অবিলম্বে সমন্বিত টিকাদান পরিকল্পনার মাধ্যমে সম্ভাব্য সমস্ত উৎস থেকে টিকা সংগ্রহ ও তা প্রদানের সুনির্দিষ্ট পথরেখা প্রস্তুত করতে হবে। ইফতেখারুজ্জামান বলেন, নতুন ধরনের করোনা সংক্রমণ বৃদ্ধির সময় নির্বাচন কমিশন বিভিন্ন সময় জনগণের উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় না নিয়ে জনস্বার্থবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেই যাচ্ছে। এখন নির্বাচনের সময় না। তাই আমরা আশা করব কমিশন অবিলম্বে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসবে। তারা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে সবার আগে মানুষের কল্যাণ বিবেচেনা করবে।

সর্বশেষ খবর