বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

স্বজন তোষণের অভিযোগ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

স্বজন তোষণের অভিযোগ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জিয়াউর রহমান ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মতোই মহান এক নেতা। ওয়াশিংটন ছিলেন একাধারে যোদ্ধা, স্টেটসম্যান ও রাজনীতিক। জিয়াউর রহমানও এ তিন গুণে গুণান্বিত ছিলেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়া শহরে ঢাকা পার্টি সেন্টারে ৬ জুন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসি বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়াশিংটন ডিসি বিএনপির আহ্বায়ক হাফিজ খান সোহায়েল। সঞ্চালনায় ছিলেন তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযাদ্ধা আবদুস সালাম, ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। এ ছাড়া ঢাকা, লন্ডন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের নেতৃবৃন্দ ভার্চুয়ালে অংশ নেন।

মাহফুজ আহমেদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন। আমীর খসরু মাহমুদ তাঁর বক্তব্যে আরও বলেন, আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না। দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। বাজেট হয়েছে স্বজন তোষণের।

শামসুজ্জামান দুদু বলেন, শহীদ জিয়া রাজনীতি থেকে রাজনীতিজীবীদের উৎখাত করেছেন। তিনি শিক্ষাব্যবস্থা, শিল্পব্যবস্থাকে উন্নত করেছেন। আমরা জিয়ার আদর্শ থেকে অনেক সরে এসেছি।

আমাদের তাঁর আদর্শের কাছে যেতে হবে।

আবদুস সালাম বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম, সততা, মেধা আজ অম্লান। জিয়া একজন ক্ষণজন্মা পুরুষ।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জিয়ার কর্মকান্ডের প্রশংসা করে বলেন, খাল খনন করে জিয়া শুধু বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণই করেননি, খাদ্য রপ্তানিও করেছেন। ইরাক-ইরান যুদ্ধ দমাতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

সভায় আরও বক্তব্য দেন ভার্জিনিয়া বিএনপির আহ্বায়ক জহির খান, মিশিগান বিএনপি সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, ফ্লোরিডা বিএনপির আহ্বায়ক ইমরানুল হক চাকলাদার, ওয়াশিংটন ডিসি বিএনপির সিনিয়র সদস্য শাহাদাত সোহরাওয়ার্দী, কাজী এম রহমান, ও মেজর (অব.) আলম।

সভায় ভার্চুয়ালে আরও অংশগ্রহণ করেন ক্যালিফোর্নিয়া বিএনপি সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু, সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান, ফ্লোরিডা বিএনপি সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ খান, মিশিগান বিএনপি সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, জর্জিয়া বিএনপি সভাপতি নাহিদুল খান সাহেল, সাধারণ সম্পাদক মামুন শরীফ, নিউ ইংল্যান্ড বিএনপি সভাপতি সৈয়দ বদরে আলম, কানেকটিকাট বিএনপির আহ্বায়ক তৌফিকুল আম্বিয়া টিপু, মেরিল্যান্ড সভাপতি সাহিদ খান চৌধুরী, নিউজার্সি দক্ষিণ বিএনপির সদস্যসচিব মোহাম্মদ দিদার, পেনসিলভেনিয়া বিএনপি সভাপতি শাহ ফরিদ, সাধারণ সম্পাদক এ আর খান লাবলু, ইলিনয় বিএনপি সভাপতি শাহ মোজাম্মেল নান্টু, সাধারণ সম্পাদক নার্গিস আহমেদ, নিউজার্সি নর্থ বিএনপির আহ্বায়ক সৈয়দ জুবায়ের আলী, সদস্যসচিব আলাউর খন্দকার, কুয়েত বিএনপি সভাপতি মাহফুজুর রহমানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিএনপি নেতৃবৃন্দ।

সভায় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সর্বস্তরের নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর