বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড

এপ্রিলে ৬৩ হাজার ৪৭৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে গত এপ্রিলে রেকর্ড পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, যার পরিমাণ ছিল ৬৩ হাজার ৪৭৯ কোটি টাকা। এর আগে গত বছরের জুলাই মাসে এমএফএস এর মাধ্যমে সর্বোচ্চ ৬২ হাজার ৯৯৯ কোটি টাকার লেনদেন হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের মার্চ মাসের তুলনায় এপ্রিলে লেনদেন ৬ দশমিক ৪ শতাংশ বেশি হয়েছে এবং গত বছরের এপ্রিলের তুলনায় বেড়েছে ১১৯ শতাংশ। চলতি বছরের মার্চ মাসে লেনদেন হয়েছিল ৫৯ হাজার ৬৪২ কোটি টাকা। সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদুল ফিতর ও পয়লা বৈশাখ উদযাপনের জন্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা মোবাইলের মাধ্যমে অর্থ লেনদেন বেশি করেছেন। তাছাড়া করোনা সংক্রমণের কারণেও অনলাইনে বিভিন্ন সেবা ক্রয়ে ডিজিটাল লেনদেন বেড়েছে। তাই এপ্রিলে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর