বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ০০:০০ টা

গুগলকে ২২০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ফ্রান্স

ব্যবসায় অনৈতিকতার অভিযোগ

প্রতিদিন ডেস্ক

অনলাইন বিজ্ঞাপনের অপব্যবহারের মাধ্যমে একচেটিয়া বাজারে দখলদারির অভিযোগে অনলাইন জায়ান্ট গুগলকে ২২০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ফ্রান্স। ফ্রান্সের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা ফ্রেঞ্চ কম্পিটিশন রেগুলেটর গত সোমবার এই জরিমানা করে। যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ কর্প, ফরাসি সংবাদপত্র লে ফিগারো এবং বেলজিয়াম গণমাধ্যম গ্রুপ রসেল গুগলের বিরুদ্ধে তাদের ওয়েবসাইট এবং অ্যাপের বিজ্ঞাপন বিক্রির ওপর একচেটিয়া আধিপত্য রাখার অভিযোগ এনেছিল। এই অভিযোগের শুনানি শেষে অনৈতিকভাবে ব্যবসার অভিযোগ প্রমাণ হওয়ায় গুগলকে জরিমানা করে সংস্থাটি।  গুগলও জরিমানা দিতে রাজি হয়েছে। সেই সঙ্গে নিজেদের বিজ্ঞাপনী প্ল্যাটফরমে পরিবর্তন আনার ঘোষণাও দিয়েছে বলে জানিয়েছে গুগুল। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়, গুগল অ্যাড ম্যানেজার হলো বড় প্রকাশকদের জন্য বিজ্ঞাপন ব্যবস্থাপনা প্ল্যাটফরম। অন্যদিকে গুগলের নিজস্ব অনলাইন বিজ্ঞাপনী মার্কেটপ্লেসের নাম অ্যাডএক্স। অ্যাডএক্সে বিজ্ঞাপন প্রকাশকরা তাদের ওয়েবসাইট বা মুঠোফোন অ্যাপে বিজ্ঞাপনের স্থান বিক্রির জন্য নিলামে অংশ নিতে পারেন। একই প্রতিষ্ঠানের দুটির সেবার মধ্যে তথ্যের আদান-প্রদান হওয়ায় প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অ্যাডএক্স এগিয়ে ছিল বলে জানানো হয়। ফ্রেঞ্চ কম্পিটিশন অথরিটির প্রেসিডেন্ট ইজাবেল ডি সিলভা এক বিবৃতিতে জরিমানার সিদ্ধান্তটিকে বিশ্বে প্রথম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেছেন, প্রতিযোগীদের বদলে গুগল নিজেদের সেবাকে অগ্রাধিকার দিয়েছে। সেটা বিজ্ঞাপনী সার্ভারে এবং সাপ্লাই-সাইড প্ল্যাটফরম দুই ক্ষেত্রেই। এমন চর্চা অনলাইন বিজ্ঞাপনের উদীয়মান বাজারের অসম প্রতিযোগিতা তৈরি করেছে। এতে গুগল নিজেদের প্রভাবশালী অবস্থান কেবল ধরেই রাখেনি বরং বাড়িয়েছে। তবে গুগলকে জরিমানা এবং আরোপিত বিধিনিষেধ বাজারে আবারও প্রতিযোগিতা ফিরিয়ে আনবে বলে মনে করে ফ্রেঞ্চ কম্পিটিশন অথরিটি। নিয়ন্ত্রক সংস্থার বিবৃতিতে বলেছে, এই চর্চা বিশেষভাবে গুরুতর, কারণ গুগল তার প্রতিযোগীদের ক্ষতির মুখে ফেলছে। গণমাধ্যমগুলো দেখেছে, তাদের অনলাইন বিজ্ঞাপনের আয় কমে গেছে, কাগজের গ্রাহক কমেছে। ফলে তারা ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে।

গুগল নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তের বিরোধিতা করেনি। গুগল তার বিজ্ঞাপন প্রদর্শনের ক্ষেত্রে অপারেশনাল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।  গুগল ফ্রান্সের আইনি পরিচালক মারিয়া গোমরি এক বিবৃতিতে বলেন, পরিবর্তনগুলো প্রয়োগ করার আগে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উন্নয়ন করা হচ্ছে। এই জরিমানা শুধু এ বছরের প্রথম ত্রৈমাসিকে গুগলের অনলাইন বিজ্ঞাপন থেকে ৫৫ বিলিয়ন ডলার আয়ের একটি ক্ষুদ্র অংশ। অন্যদিকে, ইউরোপের নীতিনির্ধারকরা অনেক দিন ধরেই অসম প্রতিযোগিতার অভিযোগ এনে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পরিচালনার ধরন নিয়ে তদন্ত শুরু করেছে। গত সপ্তাহে জার্মানির প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা বলেছে, গণমাধ্যমগুলোর আয় বাড়াতে তারা গুগল এবং তার মূল সংস্থা অ্যালফাবেটের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এ ছাড়া যুক্তরাজ্যে এবং ইউরোপীয় ইউনিয়নে দুটি অ্যান্টিট্রাস্ট মামলার তদন্ত শুরু হয়েছে ফেসবুকের বিরুদ্ধে। সামাজিক মাধ্যমটি বিজ্ঞাপনের বাজারে অন্যায়ভাবে আধিপত্য বিস্তার করছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। অ্যামাজন, গুগল এবং মাইক্রোসফটও ইউরোপীয় কমিশনের তদন্ত থেকে বাদ যায়নি। আর ব্রেক্সিটের পর ইউরোপ থেকে আলাদা হয়ে যুক্তরাজ্য পৃথকভাবে তদন্ত শুরু করে গুগল ও অ্যাপলের বিরুদ্ধে।

সর্বশেষ খবর