শিরোনাম
শুক্রবার, ১১ জুন, ২০২১ ০০:০০ টা
টিকা আনতে চীন যাচ্ছে বিমান

কোভ্যাক্স থেকে সহজে সংরক্ষণযোগ্য টিকা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দফায় চীন সরকারের উপহারের ৬ লাখ টিকা আনতে চীন যাচ্ছে বাংলাদেশ বিমান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, ১৩ জুন নতুন এ টিকা আসবে বাংলাদেশে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের কাছে টিকা আমদানি ও যৌথ উৎপাদনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এ সময় তিনি বলেন, ‘১৩ জুন ৬ লাখ ভ্যাকসিন আসবে। আমরা এখান থেকে দুটি সি-১৩০ বিমান পাঠাচ্ছি। ওরা ওই দিনই গিয়ে নিয়ে আসবে।’ এদিকে বাংলাদেশ চাইছে কোভ্যাক্স থেকে সহজে সংরক্ষণযোগ্য টিকা, যা দিয়ে উৎপাদন করা সহজ হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীন সরকারের পাশাপাশি চীনা কমিউনিস্ট পার্টিও চিকিৎসা সরঞ্জাম উপহার পাঠাচ্ছে। চীনা কমিউনিস্ট পার্টি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বিভিন্ন রকম চিকিৎসা সরঞ্জাম পাঠাতে যাচ্ছে। টিকার জন্য যাওয়া উড়োজাহাজেও একটা অংশ আসবে। কভিড ভ্যাকসিন যাতে আমরা দেশে উৎপাদন করতে পারি, সেই চেষ্টা করছি। এ জন্য সবকিছু ইতিবাচক। আমরা আশা করি, শিগগিরই ঘোষণাও করতে পারব। কোন ওষুধ কোম্পানিকে ওরা গ্রহণ করবে, এটা তাদের ওপর নির্ভর করছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করবে। তারপর সক্ষমতা দেখে তাদের যৌথ উৎপাদনের সুযোগ দেবে। আমরা সেই প্রত্যাশা করছি খুব দ্রুত হবে এসব কাজ। তখন আর কভিড ভ্যাকসিনের জন্য হাহাকার থাকবে না। আশা করি, আমরা রপ্তানিকারক হব।’ এদিকে করোনাভাইরাসের টিকার আন্তর্জাতিক প্ল্যাটফরম কোভ্যাক্স থেকে স্থানীয় আবহাওয়ার ‘উপযোগী’ সহজে সংরক্ষণ ও পরিবহনযোগ্য টিকা চেয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশীদ আলম বলেছেন, কোভ্যাক্স থেকে এ বিষয়ে জানতে চাওয়ার পর বাংলাদেশ বলেছে, কোভ্যাক্স থেকে দেওয়া টিকা বাংলাদেশের আবহাওয়া উপযোগী না হলে ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। কোভ্যাক্স থেকে ৬ কোটি ডোজের বেশি টিকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। এর মধ্যে ফাইজার-বায়োএনটেকের তৈরি ১ লাখ ৬২০ ডোজ টিকা ১ জুন বাংলাদেশ হাতে পেয়েছে। কিন্তু ফাইজার-বায়োএনটেকের ওই টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের নিচে মাইনাস ৯০ ডিগ্রি থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে এ টিকা সংরক্ষণ করতে আল্ট্রা কোল্ড ফ্রিজারের প্রয়োজন হয়। আর পরিবহনের জন্য থারমাল শিপিং কনটেইনার বা আল্ট্রা ফ্রিজার ভ্যান লাগে। সাধারণ রেফ্রিজারেটরে ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলে এ টিকা ৫ দিন পর্যন্ত ব্যবহারের উপযোগী থাকে। আর রেফ্রিজারেটরের বাইরে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকা দুই ঘণ্টা টেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর