সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা
নিউইয়র্কে সিনেটর শেখ রহমান

যুক্তরাষ্ট্রে বাঙালির অবস্থান সুসংহত হবে ঐক্যবদ্ধ থাকলেই

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বাঙালির অবস্থান সুসংহত হবে  ঐক্যবদ্ধ থাকলেই

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেটের সিনেটর (ডেমোক্র্যাট) শেখ রহমান বলেছেন, ঐক্যবদ্ধ থাকলেই যুক্তরাষ্ট্রে বাঙালির অবস্থান সুসংহত করা সম্ভব হবে। তিনি বলেন, রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশ নামক ভূখন্ডটি তৈরি হয়েছে বলেই আজ আমরা মার্কিন মুল্লুকে রাজনীতি ও প্রশাসনে নিজেদের ভিন্ন একটি অবস্থান তৈরি করতে সক্ষম হচ্ছি।

নিউইয়র্কে ১২ জুন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মুক্তিযোদ্ধা সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে সিনেটর শেখ রহমান আরও বলেন, একাত্তরের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামে ক্ষতবিক্ষত বাংলার জনপদ আজ বিশ্বে উন্নয়নের মডেলে পরিণত হয়েছে। মানুষের জীবনমানের উন্নত হয়েছে।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সান্নিধ্যে অভিভূত সিনেটর শেখ রহমান বলেন, একাত্তরে আমি ছোট ছিলাম। বাবা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন বলে পাক হায়েনারা আমাকে জিম্মি করেছিল। হার মানিনি। নিষ্ঠুর নির্যাতন সহ্য করেছি দীর্ঘদিন। এখন সেই দুঃসহ স্মৃতি আমাকে তাড়া করলেও স্বাধীনতার যে আনন্দ তা সবকিছু দূর করেছে। এ সময় মুক্তিযুদ্ধের চেতনা লালন করে প্রবাসে নিরলসভাবে কাজের পাশাপাশি বাংলাদেশেও আর্তমানবতার কল্যাণে বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আবদুল কাদের মিয়াকে ‘বেস্ট অব দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন সিনেটর রহমান। ক্রেস্ট গ্রহণের পর অভিভূত কাদের মিয়া বলেন, এই সম্মান আমার গোটা পরিবারের। কারণ, তারাই আমাকে সর্বক্ষণ মানবতার সেবায় উৎসাহিত করছেন। উল্লেখ্য, নিউইয়র্ক সিটি মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অবতীর্ণ অ্যান্ড্রু ইয়ংয়ের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি সিটি কাউন্সিলে বাংলাদেশি প্রার্থীদের পক্ষে নির্বাচনী সভা করতে ১১ জুন নিউইয়র্কে এসেছেন সিনেটর শেখ রহমান। উৎসব-আনন্দে ভিন্ন এক আমেজ এনেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুই শিল্পী রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসানের মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া গানে। একই ধারার আরও কটি গান পরিবেশন করেন খ্যাতনামা কণ্ঠশিল্পী শাহ মাহবুব, শেফালি শরগম, সবিতা দাস এবং জলি। হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারির সমন্বয়ে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ খবর