সোমবার, ১৪ জুন, ২০২১ ০০:০০ টা

হ্যাঁ-না সংসদে চলছে দেশ

নিজস্ব প্রতিবেদক

হ্যাঁ-না সংসদে চলছে দেশ

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, করোনা মহামারীর কারণে বিপর্যস্ত মানুষ। তারপর দেশে নেই আইনের শাসন। চলছে বিচারহীনতার সংস্কৃতি। জাতীয় সংসদে মানুষের সুখ-দুঃখ বেদনা এবং সমস্যা- সম্ভাবনার কথা তুলে ধরতে গিয়ে বার বার বাধার সম্মুখীন হতে হয়। এই অবস্থায় হ্যাঁ-না সংসদে চলছে দেশ। আগামী ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে গতকাল রাজধানীর কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে জাপা এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব একথা বলেন। সভায় আরও বক্তৃতা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি, প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, যুব সংহতির আহ্‌বায়ক এইচ এম শাহরিয়ার আসিফ প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর