বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১ ০০:০০ টা

শর্ত পূরণ করলেই মিলবে বঙ্গভ্যাক্সের ট্রায়াল অনুমতি

নিজস্ব প্রতিবেদক

করোনা প্রতিরোধে গ্লোব বায়োটেকের উদ্ভাবিত ভ্যাকসিন ‘বঙ্গভ্যাক্সের’ হিউম্যান ট্রায়ালের অনুমতি পাওয়া যাবে শর্ত সাপেক্ষে। গতকাল এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন আগামী আগস্টে কোভ্যাক্স থেকে ১০ লাখ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে।

গ্লোব বায়োটেকের পক্ষ থেকে সরবরাহকৃত প্রটোকল পেপারে কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করার পরামর্শ দিয়েছে কমিটি। সংশোধন করার পর ‘বঙ্গভ্যাক্সের’ হিউম্যান ট্রায়ালের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হবে। বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন জানান, সরাসরি অনুমতি দেওয়া হয়েছে বলা যাবে না। তবে শর্ত দেওয়া হয়েছে। ভুল-ত্রুটি ঠিক করলে আমরা অনুমতি দিয়ে দেব। শর্ত পূরণ করলে অনুমোদন দেওয়া হবে।’ এর আগে গত ১৭ জানুয়ারি এই টিকার ট্রায়ালের জন্য নৈতিক ছাড়পত্র পেতে ১০ হাজার পৃষ্ঠার প্রটোকল পেপার বিএমআরসির কাছে জমা দেয় গ্লোব বায়োটেকের পক্ষে নিয়োজিত একটি প্রতিষ্ঠান। তার আগে ২৮ ডিসেম্বর ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে টিকা উৎপাদনে ওষুধ প্রশাসনের অনুমতি পায় বঙ্গভ্যাক্স। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল টিকা সংক্রান্ত বিষয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বিশ্বের উৎপাদনশীল দেশগুলোতে টিকার সুষম বণ্টন হয়নি। তাই টিকা নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। আমরা চীনে টিকা পাওয়ার জন্য অপেক্ষায় আছি। রাশিয়ার টিকা পাওয়ার জন্য দুই-এক দিনের মধ্যে ভালো খবর পাওয়া যাবে। রাশিয়া এবং চীনের টিকার দামের বিষয়ে তাদের সঙ্গে গোপনীয়তার চুক্তি হয়েছিল। কিন্তু সেটা ভঙ্গ হওয়ায় এখন টিকা পেতে দেরি হচ্ছে। তাই এখন তাদের কাছ থেকে টিকার দাম নিয়ে কথা বলা হবে। তা না হলে টিকা পেতে সমস্যা হবে। তিনি আরও বলেন, দেশে টিকা উৎপাদনের জন্য বেসরকারি প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠানেও উৎপাদনের চেষ্টা চলছে। ১১ লাখ টিকা এখন হাতে আছে এগুলো আগামী ১৯ জুন থেকে ৫ লাখ মানুষকে দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর