শনিবার, ১৯ জুন, ২০২১ ০০:০০ টা

নিখোঁজ ইসলামী বক্তা ত্ব-হা ফিরেছেন বাসায়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আট দিন নিখোঁজ থাকার পর গতকাল বাসায় ফিরেছেন ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান। পরে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। সেখান থেকে গত রাত সাড়ে ৯টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে বিচারক এ কে এম হাফিজুর রহমানের এজলাসে পাঠানো হয়। রাত পৌনে ১২টায় শুনানি শেষে আদনানসহ চারজনকে তাদের আইনজীবীদের মাধ্যমে নিজ নিজ জিম্মায় ছেড়ে দেয় আদালত। এর আগে বিকালে রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, ব্যক্তিগত কারণে গাইবান্ধা জেলার ত্রিমোহনী এলাকায়       এক বন্ধুর বাড়িতে এই কয়দিন আত্মগোপন করেছিলেন ত্ব-হা ও তার সঙ্গীরা। পারিবারিক একটি সূত্র ধরে তাদের সন্ধান পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে ব্যক্তিগত কারণটা কী তা বলতে অপারগতা প্রকাশ করে পুলিশ।  এদিকে মোবাইল ফোনে ত্ব-হার স্ত্রী আবিদা নূরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তার (ত্ব-হা) বাসায় ফেরায় আমরা খুশি। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, পুলিশের মাধ্যমে আমরা জানতে পেরেছি, তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন। তবে সেই ব্যক্তিগত কারণটি আমরা এখনো জানতে পারিনি। উপ-কমিশনার আবু মারুফ হোসেন সংবাদ সম্মেলনে আরও জানান, শুক্রবার (গতকাল) দুপুর আড়াইটার দিকে তাকে নগরীর আবহাওয়া অফিস-সংলগ্ন মাস্টারপাড়া এলাকায় শ্বশুর আজাহারুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ঘটনার দিন ঢাকার গাবতলী থেকে গাইবান্ধা চলে আসেন তারা। গাইবান্ধায় তার বন্ধু সিয়ামের বাসায় আত্মগোপনে ছিলেন। এর আগে ফিরোজ নামে একজনকে বগুড়ার শিবগঞ্জে নামিয়ে দেওয়া হয়।  উপ-পুলিশ কমিশনার বলেন, তার সফরসঙ্গী গাড়িচালক আমির উদ্দিনকে রংপুর নগরীর নিজ বাসা থেকে, মুহিতকে মিঠাপুকুরের জায়গীরহাট থেকে এবং ফিরোজকে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। ফিরোজকে নিয়ে আসার বিষয়ে শিবগঞ্জ থানায় যোগাযোগ করা হয়েছে। উদ্ধার হওয়া আদনান ব্যক্তিগত কারণটি পুলিশের কাছে বললেও তা সাংবাদিকদের কাছে প্রকাশে অপারগতা প্রকাশ করেন পুলিশের ওই কর্তকর্তা। তবে পারিবারিক সূত্র ধরেই তাদের সন্ধান পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।  গত ১০ জুন  রাত থেকে নিখোঁজ ছিলেন আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান, তার দুই সঙ্গী আবদুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন। সেদিন বিকাল ৪টার দিকে ওই তিনজনসহ আবু ত্ব-হা আদনান রংপুর থেকে ভাড়া করা একটি গাড়িতে ঢাকার পথে রওনা দেন। রাতে মোবাইল ফোনে সবশেষ কথা হলে তিনি সাভারে যাচ্ছেন বলে তার মাকে জানান। এর পর থেকে তিনি গাইবান্ধায় তার বন্ধুর বাড়িতে অবস্থান করেন। তাকে না পেয়ে ১১ জুন বিকালে রংপুর কোতোয়ালি থানায় জিডি করেন ত্ব-হার মা আজেদা বেগম। এদিকে আদনানের ফিরে আসায় স্বস্তি ফিরে এসেছে তার বন্ধু মহলসহ আত্মীয়-স্বজনের মাঝে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর