মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ০০:০০ টা

কানাডার বেগমপাড়া নিয়ে সংসদে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে কানাডার ‘বেগমপাড়া’ নিয়ে গতকালও প্রশ্ন উঠেছে। এর আগেও একাধিকবার এ নিয়ে সংসদে আলোচনা হয়েছে। গতকাল জাতীয় পার্টির এমপি ডা. রুস্তম আলী ফরাজী বলেছেন, ‘আমলারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। এখানে বেগমপাড়া নিয়ে বক্তৃতা হয়েছে। এটা যুক্তরাষ্ট্রে আছে। কানাডায় বেশি। কেউ বলেন এটা কয়েক হাজার। আর একটা সমীক্ষায় এসেছে কয়েকশ। একজন বলেছেন ১ হাজারের ওপরে বেগমপাড়া রয়েছে কানাডায়। কারা করেছেন? তারা কি সব এমপি? না, তারা এমপি নয়। ম্যাক্সিমাম সরকারি কর্মকর্তা। কিছু ব্যবসায়ী। কিছু আমাদের নষ্ট রাজনীতিবিদ।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘পাচার হওয়া টাকা ফেরত আনা না গেলে দেশের অর্থনীতি সুন্দর করা যাবে না। ঘুষ-দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। অনেক দয়া দেখানো হয়েছে। আর দয়া বা ক্ষমা নয়। দুর্নীতিবাজদের কাছে নত হয়ে কথা বলা লাগলে তার চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর