বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নতুন উচ্চতায় ৪৬.৮২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৪৬ বিলিয়ন ডলার। গতকাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংক এই নতুন মাইলফলক অতিক্রম করেছে।  জানা গেছে, ২৯ জুন দিন শেষে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ দশমিক শূন্য ৮২ বিলিয়ন ডলার, যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা  গেছে। এর আগে চলতি বছরের ১ জুন প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ৪৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে। তার আগে ৩  মে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছিল ৪৪ দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার। মূলত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভ এই নতুন উচ্চতায় উঠেছে।

সর্বশেষ খবর