বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১ ০০:০০ টা

লকডাউনে হাই কোর্টে তিন বেঞ্চ, নিম্ন আদালতে শুধু ম্যাজিস্ট্রেট কোর্ট

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণরোধে আজ থেকে জারি করা কঠোর বিধিনিষেধের (লকডাউন) মধ্যে বিচার বিভাগের নিয়মিত কার্যক্রমও বন্ধ হয়ে যাচ্ছে। লকডাউন চলাকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত ও প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চের ভার্চুয়াল মাধ্যমে চলার সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে এই সময়ে হাই কোর্টে মাত্র তিনটি ভার্চুয়াল বেঞ্চের কার্যক্রম চলবে। এ ছাড়া সারা দেশের সব বিচারিক আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক জেলা ও মহানগরে শুধু ম্যাজিস্ট্রেট আদালত খোলা থাকবে। গতকাল সুপ্রিম কোর্টের পৃথক তিনটি সার্কুলারে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসন এসব সার্কুলার জারি করে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে আজ ১ জুলাই থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত সব অধস্তন আদালত/ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন করে ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন। একইভাবে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী জেলা/ মহানগরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসজনিত কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও চেম্বার জজ আদালতের বিচারিক কার্যক্রম ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সীমিত পরিসরে পরিচালিত হবে। এ লক্ষ্যে আগামী ৬ ও ৭ জুলাই আপিল বিভাগে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের ফৌজদারি আপিল ও জেল আপিল শুনানি হবে। শুনানিতে বিচারপতিসহ আইনজীবীদের নিজ নিজ বাসা থেকে ভার্চুয়ালি অংশ নিতে বলা হয়েছে। এ ছাড়া, হাই কোর্ট বিভাগের তিনটি ভার্চুয়াল বেঞ্চের কথা অন্য একটি সার্কুলারে জানানো হয়। জরুরি বিষয়সমূহের শুনানি গ্রহণের জন্য বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি।

সর্বশেষ খবর