শুক্রবার, ২ জুলাই, ২০২১ ০০:০০ টা

জঙ্গিদের তৎপরতা এখন সাইবারে

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিদের তৎপরতা এখন সাইবারে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশসহ সারা বিশ্বে জঙ্গিদের তৎপরতা এখন সাইবারে। জঙ্গি তৎপরতায় যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হচ্ছে। জঙ্গিদের তৎপরতার ওপর পুলিশের কঠোর নজরদারি রয়েছে। পাঁচ বছর আগে রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলার ঘটনায় নিহত পুলিশের দুই কর্মকর্তার প্রতি গতকাল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, কেবল বাংলাদেশে নয়, সারা বিশ্বেই জঙ্গিরা নেটভিত্তিক প্রচারণা চালাচ্ছে। ভার্চুয়াল ওয়ার্ল্ডে তারা অনেক তৎপর। সাইবার ওয়ার্ল্ডের মাধ্যমে তারা রিক্রুটিংও করার চেষ্টা করছে। এমনকি তারা ভার্চুয়াল সাইটকে ব্যবহার করে প্রশিক্ষণও দিচ্ছে। তবে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ ডিএমপির সিটিটিসি ইউনিট বিষয়গুলোকে নজরদারির মধ্যে রেখেছে। ফলে বড় কোনো হামলার আশঙ্কা এখন আছে বলে আমরা মনে করি না। হোলি আর্টিজানে জঙ্গি হামলার পাঁচ বছর পূর্তির দিনে গতকাল গুলশান পুরাতন থানায় স্থাপিত নিহত দুই পুলিশ কর্মকর্তার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম ও র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলামসহ ডিএমপি ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানোর পর র‌্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাংবাদিকদের বলেন, র‌্যাব শুরু থেকে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে আসছে। র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় জঙ্গিরা সংগঠিত হওয়ার আগেই ধরা পড়ছে। দেশে জঙ্গি হামলার আর কোনো আশঙ্কা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর