শিরোনাম
শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

দেশে পৌঁছাল মডার্না সিনোফার্মের সাড়ে ২২ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক

দেশে মডার্না-সিনোফার্মের সাড়ে ২২ লাখ টিকা পৌঁছেছে। এর মধ্যে কোভ্যাক্সের আওতায় মডার্নার সাড়ে ১২ লাখ ও সরকারের কেনা চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা গত রাতে দেশে এসে পৌঁছেছে। আজ সকালে মডার্নার আরও সাড়ে ১২ লাখ ও সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা পৌঁছানোর কথা রয়েছে। সবমিলে দুই দিনের মধ্যে দেশে আসছে ৪৫ লাখ ডোজ টিকা।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আমেরিকা থেকে পাঠানো মডার্নার মোট ২৫ লাখ ডোজ করোনা টিকার সাড়ে ১২ লাখ ডোজ গতকাল রাত ১১টা ২২ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে টিকা গ্রহণ করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের জানান, গত রাত ১২টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছেছে। এসব টিকাও পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী গ্রহণ করেন। এ ছাড়া আজ সকালে আরও ১০ লাখ ডোজ আসার কথা। মডার্নার এই টিকা ১৮ বছরের বেশি বয়সের ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এই টিকার প্রথম ডোজ গ্রহণের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। এই টিকার সংরক্ষণ তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সিনোফার্মের টিকা ১৮ বছরের বেশি বয়সের ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এই টিকার প্রথম ডোজ গ্রহণের ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। এই টিকার সংরক্ষণ তাপমাত্রা দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ খবর