শনিবার, ৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

এবার সু চিকে মুক্তি দাও

প্রতিদিন ডেস্ক

এবার সু চিকে মুক্তি দাও

মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে কয়েক হাজার বন্দীকে মুক্তি দেওয়ার পরদিন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি নোবেলজয়ী রাজনীতিক অং সান সু চি ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টকে এখনই ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার জাতিসংঘের এক মুখপাত্র এ কথা  জানান। রয়টার্স। চলতি বছরের ফেব্রুয়ারিতে সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার টালমাটাল সময় পার করছে। গুতেরেসের সহযোগী মুখপাত্র এরি কানেকো আহ্বান সম্পর্কে জানান, গুতেরেস বলেছেন, ‘আমরা প্রেসিডেন্ট উইন মিন্ট এবং স্টেট কাউন্সিলর সু চিসহ নির্বিচারে আটক সবাইকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করছি।’ প্রসঙ্গত, গত বুধবার মিয়ানমার কর্তৃপক্ষ দেশটির বিভিন্ন কারাগার থেকে ২ হাজারেরও বেশি বন্দীকে ছেড়ে দিয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগে আটক একাধিক সাংবাদিক ও অন্যরাও আছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর