রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র এ বছরই মুক্তি পাবে

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র এ বছরই মুক্তি পাবে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে একটি বায়োপিক (চলচ্চিত্র) নির্মিত হচ্ছে। এই চলচ্চিত্রে মূল চরিত্রগুলোতে আমাদের দেশের শিল্পীরা অভিনয় করছেন। বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ হাসিনা, শেখ রেহানাসহ সব মূল চরিত্রে আমাদের দেশের শিল্পীরা অভিনয় করেছেন। ছবিটি যৌথভাবে নির্মিত হচ্ছে ও এ বছর সেটি মুক্তি পাবে। এটি একটি ‘মাইলস্টোন’ ছবি হবে। আপনারা গান্ধীসহ যেসব বিখ্যাত ছবির কথা বলেছেন, এই বায়োপিক সেই ছবিগুলো ছাড়িয়ে যাবে।’ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন-২০২১’ বিলের ওপর আনীত যাচাই-বাছাই ও সংশোধনী প্রস্তাবের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, ‘চলচ্চিত্রে স্বর্ণালী দিন নেই, সেই স্বর্ণালী দিন ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। সিনেমা হলের আধুনিকায়ন ও বন্ধ সিনেমা হল চালুর জন্য এক হাজার কোটি টাকার একটি তহবিল করা হয়েছে। সাড়ে ৫ শতাংশ হার সুদে ঋণ দেওয়া হবে মালিকদের। অনেক নতুন সিনেমা হল হবে। বন্ধ সিনেমা হলগুলো চালু হবে। আমাদের দেশে যাতে সিরিয়াল নির্মিত হয় সে উদ্যোগ নেওয়া হয়েছে। ভারতে বাংলাদেশের টিভি চ্যালেন দেখানোর ক্ষেত্রে ভারত সরকারের দিক থেকে কোনো সমস্যা নেই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর