রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি বাংলাদেশিসহ নিখোঁজ ৪৩

প্রতিদিন ডেস্ক

লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে অবৈধ পথে ইতালি যাওয়ার সময় তিউনিশিয়া উপকূলে আবারও অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে গেছে। এ নৌকায় থাকা ৮৪ আরোহীকে পরে উদ্ধার করা হয়েছে। তবে  শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশিসহ অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স গতকাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

তিউনিশিয়ার রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ডুবে যাওয়া ওই নৌকায় যাত্রীদের বেশির ভাগই বাংলাদেশ, সুদান এবং ইরিত্রিয়ার নাগরিক ছিলেন। এটি লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে জুওয়ারা থেকে যাত্রা করেছিল। রেড ক্রিসেন্টের কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, লিবিয়ার জুওয়ারা থেকে ইউরোপের দিকে যাত্রা করা অভিবাসীদের ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো ৪৩ জন নিখোঁজ রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর