মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

খুলেছে অলিগলির দোকানপাট ঘরের বাইরে বের হচ্ছে মানুষ মামলা জরিমানা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

খুলেছে অলিগলির দোকানপাট ঘরের বাইরে বের হচ্ছে মানুষ মামলা জরিমানা অব্যাহত

রাজধানীর বনানীতে গতকাল ছিল তীব্র যানজট -বাংলাদেশ প্রতিদিন

লকডাউনের পঞ্চম দিনে রাস্তাঘাটে মানুষজনের সমাগম বেড়েছে। ব্যাংক-বীমা খোলা থাকায় ভিড় বেড়েছে। রাস্তায় বেড়েছে রিকশা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত যান চলাচল। আগের চার দিনের চেয়ে গতকাল দোকানপাটও বেশি খুলেছে। অলিগলিতে বেশিরভাগ দোকানই ছিল খোলা। তবে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে কঠোর ভূমিকায় রয়েছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব এবং পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীতে গতকাল সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৫০৯ জন। আর মামলা ও জরিমানার শিকার হয়েছে ৫২৬টি গাড়ি। মোট জরিমানা করা হয়েছে ১২ লাখ ২৩ হাজার টাকা। আবার ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে ২৮৭ জনকে ১ লাখ ৫৭ হাজার টাকা।

র‌্যাব সদর দফতর জানিয়েছে, সারা দেশে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩৫০ জনকে ২ লাখ ৯৫            হাজার ৬১৫ টাকা জরিমানা করা হয়। লকডাউনের চতুর্থ দিনে সারা দেশে র‌্যাবের ১৯০টি টহল এবং ২০৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ ছাড়া সারা দেশে র‌্যাব ৪২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে ৩ হাজারের অধিক মাস্ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। বিভিন্ন ব্যুরো অফিসের তথ্যানুসারে, চট্টগ্রামে প্রথম চার দিন সড়কে কড়াকড়ি থাকলেও গতকাল অনেকটা শিথিল ও ঢিলেঢালা দৃশ্য দেখা যায়। সড়কে গণপরিবহন না থাকলেও মূল সড়কে রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেক বেশি। কাঁচা বাজারগুলোতে আছে ভিড়। পাড়া, গলি উপগলিতে ঘোরাফেরা করছেন সাধারণ মানুষ। নেই স্বাস্থ্যবিধি, মুখে নেই মাস্ক। খোলাবাজারে চলছে টিসিবির পণ্য বিক্রি, আছে দীর্ঘ লাইন। খোলা আছে ব্যাংক। চলছে লেনদেন। অন্যদিকে, নগরে প্রবেশপথ সমূহেও কমছে কড়াকড়ি। তবে সড়কে বের হওয়া মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হচ্ছে। একই সঙ্গে সড়কে সেনাবাহিনী, র‌্যাব ও বিজিবির টহলও রয়েছে। দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বরিশালে লকডাউনের পঞ্চম দিনে গতকাল অনেকটা পুরনো চেহারায় ফিরেছে বরিশাল নগরী। সকাল থেকে রাস্তায় প্রচুর মানুষ দেখা গেছে। বেড়েছে রিকশা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত যানবাহন চলাচল। সাধারণ মানুষ বলছে, নানা প্রয়োজনে রাস্তায় বের হতে হয়েছে তাদের। বিশেষ করে ব্যাংক খোলা থাকায় ব্যাংকিং করতে হয়েছে তাদের। এ ছাড়া খাদ্য সংস্থানের জন্যও রাস্তায় নেমেছেন অনেকে। তবে কিছু কৌতূহলী মানুষ অযথা রাস্তায় বেরিয়েছেন লকডাউন পরিস্থিতি দেখতে। এদিকে গত চার দিনের চেয়ে আজ (গতকাল) দিনে দোকানপাট বেশি খুলেছে। জরুরি নয় এমন সব দোকানপাটও খুলতে শুরু করেছে। যদিও রাস্তায় বের হওয়া মানুষ নানাভাবে জিজ্ঞাসাবাদের মুখে পড়ছে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। রংপুরে কঠোর লকডাউনের পঞ্চম দিনে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ স্থানীয় প্রশাসন তৎপর থাকলেও জনগণ উদাসীন। সোমবার সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেককেই অহেতুক ঘোরাফেরা করতে দেখা গেছে। অনেকে ব্যবসাপ্রতিষ্ঠানের একটি শাটার খুলে ব্যবসা পরিচালনা করছে। তবে এদের অনেকেই ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হতে হয়েছে। সিলেটে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে মহানগরী এবং জেলার সবকটি উপজেলায় জেলা প্রশাসনের ৩৩টি ভ্রাম্যমাণ আদালত কাজ করে। জরুরি কাজ ছাড়া রাস্তায় বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, জরুরি সেবার বাইরের প্রতিষ্ঠান খোলা রাখা ও নির্দিষ্ট সময় পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখায় জরিমানা করা হয়। এ ছাড়া রাস্তায় র‌্যাব ও সেনাবাহিনী ছিল তৎপর। বিভিন্ন স্থানে তারা জনসচেতনতার জন্য প্রচারণা ও মাস্ক বিতরণ করে। লকডাউনের পঞ্চম দিনে ময়মনসিংহের ব্যস্ততম সড়কগুলোতে বেড়ে গেছে মানুষের চলাফেরা। নগরীতে বেড়েছে রিকশা ও ইজিবাইকসহ ব্যক্তিগত যানবাহন চলাচল। কিছু কিছু এলাকার অলিগলিতে বিধিনিষেধ অমান্য করে চা ও মনোহারি দোকান খোলা রাখছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখন নগরীর অলিগলিতে জোর তৎপরতা চালাচ্ছেন। বিনা কারণে কেউ রাস্তায় বের হলে জবাবদিহি করতে হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইলকোর্টের মাধ্যমে করছে জরিমানা। প্রতিনিধিদের পাঠানো তথ্যানুসারে, গতকাল বিধিনিষেধ অমান্য করার দায়ে দিনাজপুরের ঘোড়াঘাটে তিনজন মোটরসাইকেল আরোহীসহ নয়জনকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১৪ জনকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। পার্বতীপুরে ব্যবসায়ী, পথচারী, গাড়িচালক, মাস্ক না পরা ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৮১টি মামলায় ৪৫ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করে। বাগেরহাটে লকডাউন বাস্তবায়নে জেলা জুড়ে গত ২৪ ঘণ্টায় ১৪টি ভ্রাম্যমাণ আদালত লকডাইনের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে। পাশাপাশি করোনা স্বাস্থ্য বিধি না মানায় ৯৪টি মামলা দিয়ে ৯৬ জনকে ৭১ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে। বান্দরবানে চার দিনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫০টি মামলার বিপরীতে মোট ৫২ হাজার ৩৫০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত মোট ১৫টি মামলা দায়ের করে। জরিমানা করা হয় ৫ হাজার টাকা। পটুয়াখালীর কলাপাড়ায় করোনার বিধিনিষেধ না মানায় ১৯ জনকে ১৬ হাজার ৫০০ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ময়মনসিংহে পঞ্চম দিনে গতকাল বিকাল পর্যন্ত ১৮২টি মামলায় ১ লাখ ২৩ হাজার ৬৪০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। ফলে এ পর্যন্ত জেলায় ২ হাজার ১৬৫টি মামলায় ১৬ লাখ ৪৭ হাজার ৪৯০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বগুড়ার কাহালুতে ভ্রাম্যমাণ আদালতে ৭ ব্যক্তিকে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ খবর