মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা
প্রবাসী আয়ে নতুন রেকর্ড

২ লাখ কোটি টাকা এসেছে এক বছরে

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীর মধ্যে বাংলাদেশে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে। বিদায়ী ২০২০-২১ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ১০ হাজার ১১৪ কোটি টাকা।

আগের অর্থবছরের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৬ শতাংশ। ফলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পৌঁছেছে ৪৬ বিলিয়ন ডলারের ওপরে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে বলা হয়েছে, চলতি জুনে দেশে মোট ১৯৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। চলতি ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। অর্থবছর হিসাবে ওই অংক ছিল এর                 আগে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স আসে ১ হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর