মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

মেগা প্রজেক্ট স্লো করে টিকা কিনুন

------ ড. মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

মেগা প্রজেক্ট স্লো করে টিকা কিনুন

করোনা সংক্রমণ সংকটকে এক নম্বর জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশে তিনি বলেন, দেশের ৭০/৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনতে হলে করোনাভাইরাস মহামারীকে এক নম্বর জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে। প্রয়োজনে মেগা প্রজেক্ট ‘স্লো’ করে দিয়ে সেসব প্রকল্পের বরাদ্দকৃত তহবিল থেকে অতি জরুরি ভিত্তিতে টাকা নিয়ে টিকা কিনতে হবে। করোনা মহামারীর মারাত্মক পরিস্থিতি মোকাবিলায় ১ লাখ, ২ লাখ বা ৫ লাখ নয়, কোটি কোটি টিকা আমদানির ব্যবস্থা করতে হবে। তাহলে ৪ থেকে ৬ মাসের মধ্যে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। গতকাল দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এ প্রস্তাব দেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, ড্যাব মহাসচিব অধ্যাপক আবদুস সালাম, ডা. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। ড. মোশাররফ হোসেন বলেন, সরকারের টিকা কূটনীতিতে চরম ব্যর্থতা, টিকা ক্রয়ে অনিয়ম, লোভ ও হঠকারিতার কারণে দেশে গত ছয় মাসে মাত্র ২ দশমিক ৫ শতাংশের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। কভিড-১৯ মোকাবিলায় সরকারের পরিকল্পনা, টিকা সংগ্রহের  রোডম্যাপ ও টিকাদান কর্মসূচির ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে সব তথ্য জনগণের সামনে সরকারকে উপস্থাপন করতে হবে। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিকমান্ডেশন অনুযায়ী দেশের কমপক্ষে শতকরা ৭০ ভাগ অর্থাৎ সাড়ে ১২ কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করতে হবে। আর এ জন্য ২৫ কোটি ভ্যাকসিনের ডোজ দরকার। আমাদের হাতে মাত্র দেড় কোটি বা এক কোটি ৬০ লাখ ভ্যাকসিন আসছে।

 যদি প্রতিদিন ২ বা ৪ লাখ মানুষকে দেন তাহলে ১ কোটি মানুষকে দিতে ২৫ দিন সময় লাগবে। আর সাড়ে ১২ কোটি মানুষকে টিকার আওতায় আনতে হলে যতদ্রুত সম্ভব ২৫ কোটি ডোজ টিকা আনার ব্যবস্থা করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর