শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

রিয়াদ-তাসকিন রেকর্ড জুটিতে রানের পাহাড়

ক্রীড়া প্রতিবেদক

রিয়াদ-তাসকিন রেকর্ড জুটিতে রানের পাহাড়

প্রথম দিন ৫ রানের আক্ষেপে পুড়েছেন লিটন দাস। গতকাল হারারে টেস্টের দ্বিতীয় দিন ৪ রানের হতাশায় পুড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। আর মাত্র চার রান করলেই নবম উইকেট জুটিতে বিশ্বরেকর্ড গড়তেন দুজনে। বিশ্বরেকর্ড গড়া না হলেও দুজনেই ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করেছেন এবং গড়েছেন যে কোনো দেশের বিপক্ষে নবম উইকেট জুটিতে রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে দুজনে চওড়া ব্যাটিংয়ে জুটি বেঁধে করেন ১৯১ রান। বিশ্ব রেকর্ড মার্ক বাউচার ও প্যাট সিমকক্সের ১৯৫ রানের। তাদের রেকর্ড জুটিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৬৮ রান।

 দিন শেষ করেছে জিম্বাবুয়ে ১ উইকেটে ১১৪ রান তুলে। নবম উইকেটে আগের রেকর্ড ছিল মাহমুদুল্লাহ ও আবুল হাসান রাজুর, ১৮৪ রান। আগের রেকর্ডে ১০ নম্বরে নেমে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন রাজু। মাহমুদুল্লাহ করেছিলেন ৭৬ রান। এবার তাসকিন করেছেন ক্যারিয়ার সেরা ৭৫ রান। মাহমুদুল্লাহ ৫০ টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলতে খেলেছেন ১৫০ রানের হার না মানা ইনিংস। হারারে টেস্টে খেলার কোনো সুযোগই ছিল না টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহর। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ইনজুরির জন্য ঢাকা ছাড়ার আগের দিন তিনি জানতে পারেন সুযোগ পেয়েছেন। একাদশে থাকবেন কি না, সেটা নিয়েও সন্দেহ ছিল। সুযোগ পেয়েছে বাজিমাত করেন রূপকথার গল্প লিখে। স্বাগতিক পেসারদের গতি, সুইং ও বাউন্সে দল ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে যখন কোণঠাসা, তখন ব্যাটিংয়ে নেমে সপ্তম উইকেট জুটিতে লিটনের সঙ্গে ১৩৮ রান করে প্রথম দিন পার করেন। গতকাল তাসকিনকে নিয়ে রচনা করেন ইতিহাস। নবম জুটিতে অসাধারণ দৃঢ়তার পরিচয় দিয়ে স্কোর কার্ডে যোগ করেন ১৯১ রান। ১৫০ রানের হার না মানা ইনিংসটি তিনি খেলেন ২৭৮ বলে ১৭ চার ও ১ ছক্কায়। তিন অংকের জাদুকরি ইনিংসটি খেলেন প্রায় সাড়ে ১৬ মাস পর। ৮ নম্বরে নেমে ১৫০ রানের ইনিংস রয়েছে কেবল চারটি। ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়াসিম আকরামের ২৫৭, পাকিস্তানের ইমতিয়াজ আহমেদ ২০৯, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ২০২ এবং পাকিস্তানের কামরান আকমলের ১৫৪ রান। তাসকিন ১০ নম্বরে ব্যাটিং করে ৭৫ রানের ইনিংস খেলেন ১৩৪ বলে ১১ চারে।

সর্বশেষ খবর