শুক্রবার, ৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

কেমন লড়াই হবে মেসি-নেইমারের

মুখিয়ে ফুটবলপ্রেমীরা

ক্রীড়া প্রতিবেদক

কেমন লড়াই হবে মেসি-নেইমারের

৩৪ বছর বয়সী লিওনেল মেসি বার্সেলোনার হয়ে ক্যারিয়ারে বহু ট্রফি জিতেছেন। কিন্তু বিশ্বমঞ্চে ট্রফি উঁচিয়ে ধরার কোনো সুযোগ হয়নি ছয়বারের বিশ্বসেরা ফুটবলারের। ২০২২ সালের কাতার বিশ্বকাপই হয়তো বিশ্বসেরা তারকার শেষ বিশ্বমঞ্চ। ক্যারিয়ারের সব ট্রফির বিনিময়েই মেসি হয়তো চাইবেন বিশ্বকাপ জিততে! তবে আরও একটি ট্রফি জয়ের স্বপ্ন রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। বিশ্বের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী কোপা আমেরিকার ট্রফি জয়ের স্বপ্ন। ট্রফির জয়ের একেবারে দ্বারপ্রান্তে রয়েছেন মেসি। ট্রফি জিততে মেসির আর্জেন্টিনাকে হারাতে হবে নেইমারের ব্রাজিলকে। বাংলাদেশ সময় রবিবার সকালে বিশ্বের অন্যতম বৃহত্তম স্টেডিয়াম মারকানায় দুই বিশ্বসেরা দল মুখোমুখি হবে পরস্পরের। মেসির আক্ষেপ বিশ্বসেরা মঞ্চে ট্রফির স্বাদ নিতে না পারার। নেইমার আরেক বিশ্বসেরা ফুটবলার। এক সময় মেসির সতীর্থ হয়ে বহু ট্রফি জিতেছেন। তবে ট্রফি জয়ে মেসির চেয়ে এগিয়ে তিনি। ব্রাজিলের হয়ে অলিম্পিক এবং কোপা আমেরিকা জিতেছেন। এখন শুধু অপেক্ষা বিশ্বকাপ জয়ের। রবিবার সকালে সেলেকাওদের হয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকার জয়ের স্বাদ নিতে মাঠে নামবেন। ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই দেখার আড়ালে ফুটবলপ্রেমীরা অধীর অপেক্ষায় দুই বিশ্বসেরা মেসি ও নেইমারের লড়াই উপভোগ করার।

সেমিফাইনালে পেরুকে হারিয়ে ফাইনালে উঠেই নেইমার প্রতিপক্ষ হিসেবে চেয়েছিলেন মেসির আর্জেন্টিনাকে। নেইমারকে হতাশ করেননি মেসি। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দুরন্ত পারফরম্যান্সে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে মেসিরা জায়গা করে নেন স্বপ্নের ফাইনালে। মেসি বিশ্বকাপ কিংবা কোপা জিততে পারেননি। কিন্তু কোপায় ব্রাজিলের চেয়ে সফল দল আর্জেন্টিনা। এর আগে ২৮ বার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে ১৪ বার। নেইমারের ব্রাজিল ২০ বার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে ৯ বার। দুই দল এর আগে ১০ বার ফাইনাল খেলেছে প্রতিপক্ষ হয়ে। সেখানেও সাফল্য বেশি আর্জেন্টিনার। ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে (১৯২১, ১৯২৫, ১৯৩৭, ১৯৪৫, ১৯৪৬, ১৯৫৭, ১৯৫৯ ও ১৯৯১)। ব্রাজিল জিতেছে ২০০৪ ও ২০০৭ সালে। দুই দল ২০০৭ সালের পর ফাইনালে পুনরায় প্রতিপক্ষ হয়েছে। ব্রাজিল বর্তমান কোপা চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৯৩ সালে।

ব্রাজিল নামবে শিরোপা ধরে রাখার মিশনে। আর্জেন্টিনা নামবে মেসিকে একটি ট্রফি উপহার দিতে।                 

সর্বশেষ খবর