সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

মেসির হাতে গোল্ডেন বল

ক্রীড়া ডেস্ক

মেসির হাতে গোল্ডেন বল

কোপা আমেরিকায় ২০১৫ সালে টুর্নামেন্টসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন লিওনেল মেসি। সেবার ফাইনালে চিলির কাছে পরাজয়ের দুঃখে পুরস্কারটা আর হাত পেতে নেননি তিনি। তবে তার নামের পাশেই এখনো পুরস্কারটা লেখা আছে। এবার ব্রাজিলের মাটিতে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের পর সহাস্যে পুরস্কারটা গ্রহণ করলেন আর্জেন্টাইন তারকা। গোল্ডেন বলের পাশাপাশি গোল্ডেন বুটের ট্রফিও উঠল লিওনেল মেসির হাতে। কোপা আমেরিকায় দুর্দান্ত খেলেছেন লিওনেল মেসি। বলতে গেলে প্রায় এককভাবে দলকে চ্যাম্পিয়ন করেছেন। মেসির প্রত্যক্ষ সংযোগ ছাড়া আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকায় মাত্র ৩টা গোল করেছে। মেসি নিজে করেছেন ৪টি গোল। পাশাপাশি ৫টি গোলে এসিস্ট করেছেন। এই পারফরম্যান্সই তাকে আরও একবার কোপা আমেরিকার সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল উপহার দিয়েছে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটও তিনিই জয় করেছেন। অবশ্য গোলদাতার তালিকায় মেসির সমান্তরালে ছিলেন কলম্বিয়ার লুইস ডিয়াজও (দুজনেই ৪টি করে গোল করেছেন)। তবে এসিস্টের দিক দিয়ে এগিয়ে থাকায় ট্রফিটা মেসির হাতেই উঠেছে। গোল্ডেন বলের ট্রফি দিতে গিয়ে কনমেবল কর্তৃপক্ষ নেইমারকেও সেরা হিসেবে ঘোষণা করেছে। তবে ট্রফিটা পেয়েছেন মেসিই। চ্যাম্পিয়ন হওয়ার পর লিওনেল মেসি বলেছেন, ‘এ আনন্দের কোনো পরিমাপ নেই। আমি অসংখ্যবার এ স্বপ্ন দেখেছি। এ দলটাকে নিয়ে আমি খুব আত্মœবিশ্বাসী ছিলাম। গত কোপা আমেরিকা থেকেই এ দলটা দারুণ খেলছিল। এ দলের সবাই সামনের দিকে এগিয়ে যেতে চায়। কোনো বিষয়েই তাদের কোনো অভিযোগ নেই।’ গলায় চ্যাম্পিয়নের মালা পরে মেসি সবার আগে ভিডিও কলে স্ত্রী আন্তনেলা রুকুজ্জার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর