বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

যে কারণে টি-২০ তে মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

যে কারণে টি-২০ তে মুশফিক

জিম্বাবুয়ে সফরে টি-২০ খেলবেন না বলে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন মুশফিকুর রহিম। টেস্টের পর ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরতে চেয়েছিলেন টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিক। এখন তাকে মত পাল্টে অনেকটা বাধ্য হয়ে টি-২০ সিরিজ খেলতে হচ্ছে। যদি টি-২০ সিরিজ না খেলেন, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-২০ সিরিজ খেলার সুযোগ কম তার। কেননা ক্রিকেট অস্ট্রেলিয়া শর্ত জুড়েছে নতুন কোনো ক্রিকেটারকে স্কোয়াডে নিতে হলে, তাকে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাই বাধ্য হয়ে মত পাল্টে টি-২০ সিরিজ খেলবেন মুশফিক। যা শুরু ২৩ জুলাই। বাকি দুটি ম্যাচ ২৫ ও ২৭ জুলাই। মুশফিকের খেলার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজের জন্য অন্তত ১০ দিন আগে বায়ো-বাবলে থাকতে হবে। মুশফিক জিম্বাবুয়েতে ওয়ানডে খেলে দেশে ফিরলে অস্ট্রেলিয়া সিরিজ খেলা ওর জন্য কঠিন হবে। এটা নিয়েই আমরা আলোচনা করেছি। এখনো চূড়ান্ত নয়। আনুষ্ঠানিক অনুমোদনও হয়নি। এজন্যই ওকে জিম্বাবুয়েতে টি-২০ সিরিজেও থাকতে হবে।’ জিম্বাবুয়ে সফর শেষে টাইগাররা দেশে ফিরবে ২৯ জুলাই। একইদিন ঢাকায় আসবে অস্ট্রেলিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর