বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রে গবেষণা তথ্য

২ লাখ ৭৯ হাজার মার্কিনির জীবন রক্ষা টিকায়

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসের টিকা দেওয়ায় যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২ লাখ ৭৯ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে হাসপাতালে যাওয়া থেকেও রক্ষা পেয়েছেন ১২ লাখ ৫০ হাজার আমেরিকার নাগরিক। করোনার টিকার উপকারিতা নিয়ে চালানো গবেষণার পর ১২ জুলাই এ তথ্য প্রকাশ করেছে বিশ্বখ্যাত ইয়েল ইউনিভার্সিটির পাবলিক হেল্্থ স্কুল। এই প্রতিষ্ঠানের ‘সেন্টার ফর  ইনভেকশাস ডিজিজ মডেলিং অ্যান্ড এনালাইসিস’ এবং মহামারী সম্পর্কিত গবেষকরা এই পর্যবেক্ষণ-জরিপ চালিয়েছেন। জরিপ ও গবেষণা টিমের প্রধান এলিসন গ্যালভেনি বলেন, টিকা গ্রহণকারীরা সংক্রমণ থেকে রক্ষা পেয়েছেন এবং পাচ্ছেন। অর্থাৎ টিকা ফলপ্রসূ হচ্ছে প্রায় শতভাগ। করোনার প্রকোপ হ্রাসের মধ্যদিয়েই টিকার সুফল পাওয়া যাচ্ছে। তবে ডেল্টা ধরনের করোনার বিস্তার রোধ করা সম্ভব না হলে পরিস্থিতি পাল্টাতে পারে বলে সতর্কতা উচ্চারণ করেছেন অধ্যাপক এলিসন। এখনো যারা টিকা নেননি, তারা যদি আন্তরিক অর্থে এগিয়ে না আসেন তাহলে করোনা মহামারী ঠেকানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, বহু মানুষ টিকা নেওয়া সত্ত্বেও করোনায় আক্রান্ত হয়ে এখনো মারা যাওয়ার ঘটনা ঘটছে এই আমেরিকাতেও।  ‘তাই এখনো সময় হয়নি স্বাস্থ্যবিধি একেবারেই দূরে সরিয়ে রাখার’-উল্লেখ করেছেন এই স্বাস্থ্য বিজ্ঞানী। উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর থেকে টিকা প্রদানের কার্যক্রম শুরুর পর ২৮ জুন পর্যন্ত করোনা পরিস্থিতির ওপর এই গবেষণা জরিপে দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। প্রথমটি টিকা না নেওয়া এবং দ্বিতীয়টি হচ্ছে টিকা কার্যক্রমে স্থবিরতা আসা। এমনি অবস্থায় সংক্রমিত হওয়ার ঘটনা, হাসপাতালে ভর্তি এবং মারা যাওয়ার তথ্য পর্যালোচনা ও গতিবিধির ওপর গবেষণা চালানো হয়েছে। তাতে দেখা যায়, টিকা যদি আবিষ্কৃত না হতো, তাহলে ২৮ জুন পর্যন্ত আরও এক লাখ ২১ হাজার মার্কিনির প্রাণ যেত। হাসপাতালে ভর্তি হতো আরও সাড়ে চার লাখ মানুষ। এই গবেষণা জরিপ-প্রতিবেদন প্রকাশিত হয়েছে স্বাস্থ্য-সমতা বিষয়ক থিঙ্কট্যাংক ‘কমনওয়েল্থ ফান্ড’-এ। গবেষকরা আরও উল্লেখ করেছেন, টিকা না পেলে চলতি বছরের শুরুতে করোনার দ্বিতীয় ধাক্কায় দৈনিক গড়ে আমেরিকার সাড়ে চার হাজার নাগরিকের প্রাণ যেত। এদিকে, জন্স হপকিন্স ইউনিভার্সিটি থেকে পাওয়া তথ্য অনুযায়ী ১২ জুলাই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে মোট ৬ লাখ ৭ হাজার জন আমেরিকার নাগরিক । আক্রান্ত হয় ৩ কোটি ৪০ লাখ। এ যাবত মোট জনসংখ্যার ৪৮% পূর্ণ ডোজের টিকা নিয়েছে, যে সংখ্যা ১৬ কোটির মতো।

সর্বশেষ খবর