শুক্রবার, ১৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

পাহাড়ি প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি সহায়তা অব্যাহত

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ি প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি সহায়তা অব্যাহত

পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার। তিনি বলেন, করোনায় কর্মহীন মানুষের জন্য সরকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। একই সঙ্গে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিচ্ছে। শুধু তা-ই নয়, করোনা আক্রান্তদের সেবা দিতে স্বাস্থ্যব্যবস্থাও উন্নত করা হয়েছে। দেশের অন্যান্য জেলার করোনা পরিস্থিতির তুলনায় পার্বত্যাঞ্চলে অনেক কম, যে কারণে এখানে মৃত্যু কম। পাহাড়ের মানুষ অনেক সচেতন হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবিলা ও সরকারের সফলতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পক্ষ থেকে উপজেলা হাসপাতালগুলোর চিকিৎসা-সামগ্রী প্রদান অনুষ্ঠানে দীপংকর তালুকদার এসব কথা বলেন। রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা সিভিল সার্জন বিপাশ খীসা, জেলা পরিষদ সদস্য মো. মুছা মাতব্বর, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, ইলিপন চাকমা, রেড ক্রিসেন্টের রাঙামাটি জেলার সেক্রেটারি মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উপজেলা হাসপাতালগুলোর জন্য গ্লিসারিন ৩৯ ড্রাম, গ্লাপস ১৫০০ পেয়ার, হ্যান্ড গ্লাভস ২২৫ পিস, সার্জিকাল মাস্ক ১৫ হাজার পিস, অ্যাপ্রোন ২২৫ পিস, সাবান ৫১৬ পিসসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ খবর