শিরোনাম
শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

প্রতিমন্ত্রী হচ্ছেন ড. শামসুল আলম শপথ আগামীকাল

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সাবেক সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম প্রতিমন্ত্রী হচ্ছেন। আগামীকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো আবদুল হামিদ। মন্ত্রিপরিষদ বিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা বলেন, শামসুল আলমকে প্রতিমন্ত্রী নিয়োগের ফাইল গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। আগামী রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে তাঁর শপথ হবে। ওইদিনই দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হতে পারে।  প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে জানতে চাইলে গতকাল শামসুল আলম গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী এ সংক্রান্ত ফাইল সই করেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শপথ নেওয়ার জন্য আমাকে বঙ্গভবনে যেতে বলা হয়েছে।’ ড. শামসুল আলম বলেন, ‘আমি দেশবাসীর কাছে দোয়া চাই। আমি মনে করি এটা আমার গত ১২ বছরের কাজের স্বীকৃতি। আমি যেভাবে ১২ বছর ধরে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করে যাচ্ছি, নিয়োগ পেলে সেভাবেই করে যাব।’ দায়িত্বের বিষয়ে জানতে চাইলে শামসুল আলম আরও বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বলেও জেনেছি।

সর্বশেষ খবর