রবিবার, ১৮ জুলাই, ২০২১ ০০:০০ টা
বাংলাদেশ-জিম্বাবুয় দ্বিতীয় ওয়ানডে

জিতলেই সিরিজ টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরটা শুরু হয়েছে উড়ন্তভাবে। প্রথম টেস্টে ২২০ রানের বিশাল জয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ঘরের মাঠে টাইগারদের কাছে পাত্তা পায়নি আফ্রিকার দেশটি। ১৫৫ রানের ক্যারিশম্যাটিক জয়। আজ দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। অন্যদিকে জিম্বাবুয়ের জন্য সিরিজে ফেরার লড়াই। তবে ব্যাটসম্যানরা ভালো করতে না পারলে এক ম্যাচ আগেই সিরিজ থেকে ছিটকে যাবে স্বাগতিকরা।

সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে, বাংলাদেশ ওয়ানডেতে জিম্বাবুয়ের চেয়ে অনেক ভালো দল। যদিও মুশফিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান নেই। প্রথম ম্যাচে তামিম ইকবাল ও সাকিব আল হাসান দ্রুত আউট হয়ে যাওয়ায় মিস্টার ডিপেন্ডেবলের অভাব খুব ভালোভাবেই টের পেয়েছে লাল-সবুজরা। তবে ওপেনার লিটন দাসের ক্যারিশম্যাটিক ব্যাটিং এবং লোয়ার অর্ডারে আফিফ হোসেনের দাপটে বড় সংগ্রহ পায় টাইগাররা। বোলিংয়ে সাকিব আল হাসানের ঘূর্ণিতে রীতিমতো দিশাহারা হয়ে যায় জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। এ ম্যাচেও স্বাগতিকদের উড়িয়ে দেওয়ার প্রত্যয়েই মাঠে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বড় সমস্যা তাদের ব্যাটিং লাইনআপ। কারণ ব্যাটিং সহায়ক উইকেটেও বাংলাদেশের বোলারদের বিরুদ্ধে সুবিধা করতে পারেনি। হারারের উইকেটের চরিত্র হচ্ছে, প্রথম ১ ঘণ্টায় পেসারদের খেলা কঠিন। এরপর উইকেট একদমই ফ্ল্যাট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে যারা ব্যাটিং করেন তারা বাড়তি সুবিধা পান। এই সুবিধাটা প্রথম ম্যাচে নিতে পারেননি স্বাগতিক ব্যাটসম্যানরা। তবে ফ্ল্যাট উইকেটেও ক্যারিশমা দেখিয়েছেন সাকিব আল হাসান। উইকেট থেকে কোনো রকম সুবিধা না পেয়েও কেবলমাত্র মাথা খাঁটিয়ে নিয়েছেন ৫ উইকেট। দারুণ বোলিং করেছেন টাইগার পেসাররাও। তাই সিরিজে ফেরাটা স্বাগতিকের জন্য কঠিনই হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর