মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

টিকা নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

টিকা নিলেন খালেদা জিয়া

করোনার টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গতকাল রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি টিকা নেন। বিকাল ৪টার দিকে গাড়িতে বসে প্রথম ডোজ হিসেবে মডার্নার টিকা গ্রহণ করেন। ১৯ আগস্ট তাঁর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, অধ্যাপক আবদুস শাকুর খান, ডা. মোহাম্মদ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া তাঁর বাসার আরও পাঁচজন স্টাফ গতকাল শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নিয়েছেন। এর আগেও গুলশানের বাসার আরও কয়েকজন সদস্য নিয়েছেন টিকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর ব্যক্তিগত চিকিৎসক বলেন, ‘আপনারা সবাই এর আগে দেখেছেন তিনি হেঁটে হেঁটে আলিয়া মাদরাসার আদালতে গেছেন এবং পরবর্তীতে তিনি ২০২০-এর ২৫ মার্চ হাসপাতালের প্রিজন সেল থেকে যখন বের হলেন তখন হুইল চেয়ারে বাসায় এসেছেন, হুইল চেয়ারে করেই তিনি এভারকেয়ার হাসপাতালে গেছেন। আবার এভারকেয়ার থেকেও হুইল চেয়ারে তিনি বাসায় ফেরেন। আজকে আপনারা দেখলেন তাঁকে হুইল চেয়ারে করে বাসায় দোতলার কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। এতেই বোঝা যায় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা কেমন। তিনি তো এ রকম ছিলেন না। এ ব্যাপারে দীর্ঘ কথা বলতে চাই না। আল্লাহর অশেষ মেহেরবানিতে তাঁর করোনা-পরবর্তী যেসব জটিলতা হয়েছিল সেগুলোর চিকিৎসা হাসপাতালে করে বাসায় ফিরেছেন। তবে তাঁর পুরনো অসুখ আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ও কিডনির সমস্যাগুলো আগের মতোই আছে। এগুলোর জন্য আধুনিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে চিকিৎসা করানো প্রয়োজন। এভারকেয়ার হাসপাতাল থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে সেখানেও মেডিকেল বোর্ড বলেছেন যে তাঁর পরবর্তী চিকিৎসা ও ফলোআপের জন্য দেশের বাইরে মডার্ন মেডিকেল সেন্টারে চিকিৎসা করানো প্রয়োজন। সে অনুযায়ী তাঁর চিকিৎসা করানো হবে বলে আমরা আশা করি।’ মডার্নার টিকা বিষয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত আগ্রহ ছিল কি না? এর জবাবে অধ্যাপক ডা. জাহিদ বলেন, ‘এটি বলা বাহুল্য বিষয়। আজ যদি পরিসংখ্যান দেখেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে লোভনীয় টিকা। কিন্তু এ টিকা কি এখন পাওয়া যাচ্ছে? অর্থাৎ আপনি চাইলেই হবে না, এখানে দেখার বিষয় কোনটা অ্যাভেইলেভল। শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে অ্যাভেইলেভল হচ্ছে মডার্নার টিকা এবং ঢাকা শহরের বেশির ভাগ সেন্টারে এ টিকাই এখন আছে। ফাইজারের টিকা প্রায় শেষ হয়ে গেছে। কাজেই এক সেন্টারের টিকা অন্য সেন্টারে গিয়ে দেওয়া যায় না। তাঁর নিজের কোনো পছন্দ নেই। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন। সর্বোপরি এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হয়েও আইনের প্রতি ও নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং আছেন। সে অনুযায়ী তিনি নিবন্ধন করে হাসপাতালে এসে ভ্যাকসিন নিয়ে বাসায় ফিরেছেন।’ গাড়ির ভিতরে কেন টিকা নিলেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওইখানে ওঠার যে জায়গাটা, সে ওঠার যে স্লভটা সেই স্লভটা কিন্তু ভাঙা। ফলে তাঁর জন্য আমরা হুইল চেয়ার সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। তখন হাসপাতালের চিকিৎসকরা বললেন তাঁকে আর কষ্ট করে ওপরে ওঠানোর দরকার নেই। আমাদের যে এক্সপার্ট নার্স আছেন তারা গাড়িতে রেখেই টিকা দিয়ে দেবেন। আমরা বলেছি ঠিক আছে। ম্যাডামের সঙ্গে থাকা অন্য স্টাফরা হাসপাতালের ভিতরে গিয়ে ভ্যাকসিন নিয়েছেন।’ এর আগে বিকাল সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে এসে বিকাল ৪টার দিকে টিকা নেন বিএনপি চেয়ারপারসন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর