শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

দীর্ঘমেয়াদে করোনা মোকাবিলায় দেশেই উৎপাদন হোক টিকা

দ্রুত উৎপাদনের পক্ষে বিশেষজ্ঞরা

মাহমুদ আজহার

দীর্ঘমেয়াদে করোনাভাইরাস মোকাবিলায় দেশেই টিকা উৎপাদনের পক্ষে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই সঙ্গে টিকা উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত বিশ্বের বিভিন্ন উৎস থেকে দ্রুত টিকা সংগ্রহের পক্ষে তারা। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দুই মাসে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন উৎস থেকে ২ কোটি টিকা পাওয়া যাবে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সহায়তার অংশ হিসেবে আরও ৩০ লাখ মডার্নার টিকা এসেছে।

জানা যায়, আজ জাপান থেকে ২ লাখ ৪৫ লাখ ২০০ ডোজ টিকা আসছে। কোভ্যাক্সের মাধ্যমে এই ৩০ লাখসহ মোট ১ কোটি ২৯ লাখ টিকা আসবে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে। চীন এ দফায় ২০ লাখ ছাড়াও আগামী আগস্টে আরও ৪০ থেকে ৫০ লাখ টিকা পাঠাবে। রাশিয়া থেকে পাওয়া যেতে পারে ১০ লাখ টিকা। সব মিলিয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে টিকার সংস্থান হতে পারে অন্তত ২ কোটি ডোজ।

এদিকে চীনের সঙ্গে আরও দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার। এর আগেও চীন থেকে দেড় কোটি টিকা কেনার চুক্তি হয়েছে। তবে কিনে এনে গণটিকাদান কঠিন হওয়ায় দেশে টিকা উৎপাদন ঘিরে চলছে জোর আলোচনা। দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের রয়েছে টিকা উৎপাদনে সক্ষমতা। কিন্তু টিকা বিক্রির চুক্তিতে আগ্রহী হলেও উৎপাদনে প্রযুক্তি দিতে চায় না চীন-রাশিয়া।

এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুই দেশের সঙ্গেই আমরা যৌথভাবে উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুই দেশই এ প্রস্তাবে রাজি হয়েছে। কিন্তু সমস্যা হলো- তারা (চীন, রাশিয়ার কোম্পানি) শুধু ফিনিশিং এবং সেটিং অর্থাৎ টিকা বোতলে ভরার চূড়ান্ত কাজটুকু বাংলাদেশে করতে চায়। তারা প্রযুক্তি দিতে চায় না। আমাদের কোম্পানিগুলো টিকা বানাতে চায়, টিকার প্রযুক্তিও চায়। কিন্তু কোনো দেশই প্রযুক্তি দিতে রাজি হচ্ছে না। আর রাষ্ট্র হিসেবে আমরা বলেছি- ‘ইট শুড বি এ পাবলিক গুড’। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনকি যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট বাইডেনও বলেছেন, ‘দিজ টেকনোলজি শুড বি ওনড বাই অল কান্ট্রিজ। এটি উন্মুক্ত করে দেওয়া উচিত। আমরা বিষয়টি বিশ্বের সব ফোরামে তুলে ধরব।’

যৌথ উৎপাদন প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের দুটি কোম্পানিই বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে। চীন বিশেষ করে সিনোফার্ম বাংলাদেশের ইনসেপ্টার সঙ্গে যৌথ উৎপাদনে যেতে পুরোপুরি প্রস্তুত। আমাদের এখন বাংলাদেশ সরকারের অনুমোদন দরকার।’

যৌথ উৎপাদনে গেলেও চীন টিকা উৎপাদনের মূল প্রযুক্তি দিতে চায় না- বিষয়টির ব্যাখ্যা জানতে চাইলে এই চীনা কূটনীতিক বলেন, ‘এটা দুই দেশের সরকারের দরকষাকষির বিষয় নয়, দুই দেশের সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিষয়। সরকার চাইলেই একটি কোম্পানিকে তাদের মেধাসত্ব বিনিময় করতে বলতে পারে না। সে কারণে ইনসেপ্টার বরং সিনোফার্ম এবং সিনোভ্যাক্সের সঙ্গে আলোচনা করা দরকার।’

পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক্স-দুই প্রতিষ্ঠানই বাংলাদেশের সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদন করতে চায়। এ বিষয়ে তারা বাংলাদেশি তিনটি প্রতিষ্ঠানকে নির্বাচনও করে ফেলেছে। ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এখন তারা নানারকম দরকষাকষি করছে। এর আগে গত ২২ জুন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সবাই এখন টিকা ব্যবসায়ী। সবাই আমাদের কাছে টিকা বিক্রি করার জন্য আসছে। এখন সাংবাদিক, ব্যবসায়ী, সাহিত্যিক, গায়ক সবাই টিকা ব্যবসায়ী। জানা যায়, চীন রাশিয়া কেউ-ই তাদের টিকা উৎপাদন প্রযুক্তি দিতে রাজি না হওয়ায় এগোচ্ছে না দেশেই উৎপাদন প্রক্রিয়া। দেশ দুটির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে রাজি করাতে প্রতিনিয়তই চিঠি চালাচালি করছে পররাষ্ট্র এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু উভয় দেশই যৌথ উৎপাদনের চেয়ে উপহারের আড়ালে বাংলাদেশের কাছে টিকা বিক্রিতে বেশি আগ্রহ দেখাচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম রেজা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বাংলাদেশ অবশ্যই টিকা উৎপাদনে সক্ষম। টিকা উৎপাদন করা যায় এমন ডেডিকেটেড ইনস্টিটিউট করা যেতে পারে। আমি একজন ফার্মাসিস্ট হিসেবে বলব, বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোরও বিশ্বমানের সুবিধা আছে। সরকার ও ওষুধ কোম্পানিগুলোর সদিচ্ছা থাকলে এটা সম্ভব।’

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান বলেন, ‘ওষুধ শিল্পে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয়। বিশ্বের ১৫১টি দেশে বাংলাদেশের কোম্পানির উৎপাদিত ওষুধ রপ্তানি হয়। ১৭ কোটি জনসংখ্যার প্রয়োজনীয় ৯৯ ভাগ ওষুধই দেশে উৎপাদন হয়। এই ওষুধ যদি বাইরে থেকে আমদানি করতে হতো তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে যেত। টিকা কিনতে গিয়ে যেমন খরচ হচ্ছে এবং অপেক্ষা করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশের ওষুধ কোম্পানিগুলোর বেশ কয়েকটির টিকা তৈরির অভিজ্ঞতা আছে। ওষুধ শিল্পের বিকাশের পাশাপাশি সরকারের খুব দ্রুত দেশে টিকা উৎপাদনের উদ্যোগ নেওয়া জরুরি। আমরা টিকার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ ওষুধ তৈরিতে সক্ষম। অন্য দেশ থেকে আমদানি করে এই বৃহৎ জনগোষ্ঠীকে টিকাদান করা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ ব্যাপার।’

সর্বশেষ খবর