মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

অলিম্পিকে আজ লড়াইয়ে রোমান

ক্রীড়া প্রতিবেদক

অলিম্পিকে আজ লড়াইয়ে রোমান

টোকিও অলিম্পিকে লড়াইয়ে নামছেন রোমান সানা। আজ তিনি মুখোমুখি হবেন গ্রেট ব্রিটেনের টম হলের। র‌্যাঙ্কিং রাউন্ডে ৬৬২ স্কোর করে ১৭তম হয়েছিলেন এ আর্চার। এবার রিকার্ভ পুরুষ এককে নকআউট রাউন্ডের লড়াইয়ে নামছেন রোমান সানা। জিতলেই পরের রাউন্ডে খেলবেন তিনি। সেখানে দেখা হতে পারে মলদোভার ড্যান ওলারো অথবা কানাডার ক্রিসপিন ডুয়েনাসের সঙ্গে। দিয়া সিদ্দিকী তীর-ধনুক হাতে মেয়েদের রিকার্ভ এককে লড়াইয়ে নামবেন বৃহস্পতিবার। এদিকে অলিম্পিকে গতকাল পদক তালিকায় বেশ রদবদল হয়েছে। প্রথম দুই দিন আধিপত্য দেখিয়েছিল চীন। গতকাল চীনকে টপকে গেছে স্বাগতিক জাপান ও যুক্তরাষ্ট্র। ৮টি সোনার পদকসহ মোট ১৩টি পদক জিতে শীর্ষে অবস্থান করছে জাপান। স্কেটবোর্ডিং, জুডো (ছেলেদের ৭৩ কেজি) এবং টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে সোনা জিতেছে স্বাগতিকরা। ৭টি সোনার পদকসহ মোট ১৪টি পদক নিয়ে দুইয়ে আছে যুক্তরাষ্ট্র। শুটিংয়ের স্কিট ইভেন্টের দুটি সোনাই জিতেছে মার্কিনীরা। ছেলেদের ইভেন্টে ভিনসেন্ট হ্যানকক ও মেয়েদের ইভেন্টে অ্যাম্বার ইংলিশ। এছাড়াও সাঁতারের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রি-স্টাইলে সোনার পদক জিতেছে মার্কিন ছেলেরা। চীন গতকাল কোনো সোনার পদক জিততে পারেনি। তাদের ফেবারিট ইভেন্ট টেবিল টেনিসে সোনা জিতে নেয় জাপান। চীন ৬টি সোনার পদকসহ মোট ১৮টি পদক জিতে তিনে অবস্থান করছে। পদক তালিকায় উপরের দিকে উঠে এসেছে রাশিয়া (৪টি সোনাসহ মোট ১২টি পদক), গ্রেট ব্রিটেন (৩টি সোনাসহ মোট ৭টি পদক) এবং দক্ষিণ কোরিয়াও (৩টি সোনাসহ মোট ৭টি পদক)। অলিম্পিকে ইতিহাস গড়েছেন জাপানি মেয়ে মোমিজি নিশিয়া। মাত্র ১৩ বছর বয়সেই জিতেছেন অলিম্পিক সোনা (স্কেটবোর্ডিংয়ে)। ইতিহাস গড়েছেন ফিলিপাইনের মেয়ে দিয়াজ হিডিলিন। তিনি দেশটির ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিক সোনা জিতেছেন (ভারোত্তোলনে মেয়েদের ৫৫ কেজি ওজনশ্রেণিতে)।

টোকিও অলিম্পিক শুরুর আগে অনেকেই তারকাদের অভাব বোধ করছিলেন। উসাইন বোল্ট, মাইকেল ফেলপস, রজার ফেদেরার, রাফায়েল নাদালদের মতো তারকাদের অনুপস্থিতি বেশ মলিন করে দিয়েছিল অলিম্পিকের আসরকে। তবে অলিম্পিক যে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ! এখানে তারকার অভাব হয় না। তারই প্রমাণ দিল টোকিও। নতুন নতুন তারকায় ভরে উঠছে বিশ্ব ক্রীড়াঙ্গন।

সর্বশেষ খবর