বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

লক্ষ্য এখন অস্ট্রেলিয়া

আজ আসছে অসি দল, জিম্বাবুয়ে থেকে ফিরছে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

সফল জিম্বাবুয়ে সফর শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল আজ সকালে ঢাকায় নামছে। একইদিন বিকালে ৫ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে ঢাকায় পা রাখছে অস্ট্রেলিয়া। দুই দল ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট ম্যাচ পাঁচটি খেলবে মিরপুরে সন্ধ্যায় ৬টায়। সিরিজের জন্য এখনো বাংলাদেশ দল ঘোষণা করেনি বিসিবি। ঢাকায় পৌঁছেই দুই দল উঠে যাবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সেখানে দুই দল কঠোর নিরাপত্তায় থাকার পাশাপাশি জৈব বলয়ে থাকবে। সিরিজ খেলে ১০ আগস্ট ঢাকা ছাড়বে জাস্টিন ল্যাঙ্গারের অস্ট্রেলিয়া।

দুই দল এখন পর্যন্ত পরস্পরের বিপক্ষে চারটি টি-২০ ম্যাচ খেলেছে। সবগুলোতেই হেরেছে টাইগাররা। এবারই প্রথম বাইলেটারাল সিরিজ খেলবে দুই দল। আগের চার ম্যাচের সবগুলোই ছিল টি-২০ বিশ্বকাপে। প্রথম মুখোমুখি হয় ২০০৭ সালে কেপটাউনে প্রথম টি-২০ বিশ্বকাপে। অস্ট্রেলিয়া জিতেছিল ৯ উইকেটে। ২০১০ সালে ব্রিজটাউনে ২৭ রানে,  ২০১৪ সালে মিরপুরে ৭ উইকেটে এবং ২০১৬ সালে বেঙ্গালুরুতে জিতেছিল ৩ উইকেটে। জিম্বাবুয়ে সফরে টাইগাররা টেস্টে ২২০ রানে জয় পায়। এছাড়া ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে এবং টি-২০ সিরিজ জিতে ২-১ ব্যবধানে। টি-২০ সিরিজে প্রথমটি ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয়টি ব্যাটিং ব্যর্থতায় হেরে যায় ২৩ রানে। শেষ ম্যাচ ১৯৪ রান তাড়া করে রেকর্ড গড়ে জয় পায় মাহমুদুল্লাহ বাহিনী। গোটা সফরেই দুর্দান্ত পারফরম্যান্স করেন মাহমুদুল্লাহ, শামীম পাটোয়ারী, সৌম্য সরকার, তাসকিন, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবালরা। অস্ট্রেলিয়া ঢাকায় আসছে ক্যারিবীয়দের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজ হার এবং ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর