শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ ০০:০০ টা

অপরাধ করে চলে যেত প্রত্যন্ত এলাকায়

তিন কন্ট্রাক্ট কিলার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে এক ঠিকাদারের কাছ থেকে দাবি করা টাকা না পেয়ে গুলি করে প্রত্যন্ত অঞ্চলে চলে যায় শুটার গ্রুপের সদস্যরা। গত বুধবার এই শুটার চক্রের তিনজনকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- মো. শাহ জামান ওরফে সাবু, মো. দুলাল প্যাদা ও সাইফুল ইসলাম সুজন। ডিবি বলছে, গ্রেফতার তিনজন ‘কন্ট্রাক্ট কিলিং’ গ্রুপের সদস্য। এরা কোনো ঘটনা ঘটিয়ে যার যার মতো আলাদা হয়ে প্রত্যন্ত অঞ্চলে চলে যায়। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার বলেন, চাঁদপুরের হাইমচর ও পল্লবী এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগ। তাদের কাছে একটি পিস্তল, একটি রিভলবার ও ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এরা সবাই কন্ট্রাক্ট কিলার। তাদের গ্রুপে ৮-১০ জন সদস্য রয়েছে। এ গ্রুপটি ভাসানটেক, পল্লবী ও মিরপুরে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। তিনি বলেন, গত ৩০ মার্চ ক্যান্টনমেন্ট থানার একটি হত্যাচেষ্টার মামলা তদন্ত করতে গিয়ে এই চক্রটিকে শনাক্ত করা হয়। তারা বিভিন্ন সময় চুক্তির মাধ্যমে কিলিং মিশনে অংশগ্রহণ করত।

এ ছাড়াও তারা ভাসানটেক, কালশী, ক্যান্টনমেন্ট, মাটিকাটা এলাকায় চাঁদাবাজি, মাদক কারবারি ও প্রভাব বিস্তারের জন্য অস্ত্র ব্যবহার করত। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও প্রযুক্তি বিশ্লেষণ করে সাবুকে চাঁদপুরের হাইমচর থেকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে বাকি দুজনকে পল্লবী এলাকা থেকে গ্রেফতার করা হয়। চক্রটি একটি ঘটনা ঘটিয়ে প্রত্যন্ত অঞ্চলে চলে যায়। এমন দুর্গম এলাকায় অবস্থান নেয় যে, তাদের ধরে আনতে বেগ পেতে হয়। সাবুকে পুলিশ ছন্মবেশে চরাঞ্চল থেকে গ্রেফতার করে। আরব আলী নামে এক ঠিকাদার বলেন, ১৫ মার্চ তিনি একটি সুয়ারেজের কাজ পেয়েছিলেন। এ সন্ত্রাসীরা তার কাছে টাকা চেয়ে আসছিল। টাকা না দেওয়ায় তারা ৩০ মার্চ দুপুরে কাজের সাইটে এসে যুবরাজ নামে একজন আমার বুকে গুলি ছোড়ে। আমি পিস্তলে থাবা দিলে গুলি এসে পায়ে লাগে এবং চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা চলে যায়।

সর্বশেষ খবর